ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
জন্ম | ১৯ সেপ্টেম্বর ২০০৩ | ||
জন্ম স্থান | গোদেকেন, আর্জেন্টিনা | ||
উচ্চতা | ১.৮৭ মিটার (৬ ফুট ১+১⁄২ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | আক্রমণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | রোসারিও সেন্ত্রাল | ||
জার্সি নম্বর | ২৪ | ||
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৩:০৭, ২৭ মে ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
আলেহো ভেলিস (স্পেনীয়: Alejo Véliz, স্পেনীয় উচ্চারণ: [alˈexo bˈeliθ]; জন্ম: ১৯ সেপ্টেম্বর ২০০৩) হলেন একজন আর্জেন্টিনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে আর্জেন্টিনীয় ক্লাব রোসারিও সেন্ত্রাল এবং আর্জেন্টিনা জাতীয় অনূর্ধ্ব-২০ দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০২৩ সালে, ভেলিস আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের হয়ে আর্জেন্টিনার বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন।
আলেহো ভেলিস ২০০৩ সালের ১৯শে সেপ্টেম্বর তারিখে আর্জেন্টিনার গোদেকেনে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
ভেলিস আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেলার মাধ্যমে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করেছেন। ২০২৩ সালের ২১শে জানুয়ারি তারিখে তিনি ২০২৩ দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে প্যরাগুয়ে অনূর্ধ্ব-২০ দলের বিরুদ্ধে ম্যাচে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[১]
ভেলিস নিজের দেশে অনুষ্ঠিত ২০২৩ ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের জন্য ২০২৩ সালের ৩রা মে তারিখে হাভিয়ের মাসচেরানো দ্বারা ঘোষিত আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের ২১ সদস্যের চূড়ান্ত দলে স্থান পেয়েছেন।[২][৩][৪][৫]