ধরন | অধীনস্থ প্রতিষ্ঠান |
---|---|
শিল্প | বিনোদন, গণমাধ্যম |
প্রকার | ওটিটি প্ল্যাটফর্ম |
প্রতিষ্ঠাকাল | ২০১৭[১] |
প্রতিষ্ঠাতা | একতা কাপুর |
সদরদপ্তর | মুম্বই, মহারাষ্ট্র, ভারত |
প্রধান ব্যক্তি |
|
পণ্যসমূহ | |
পরিষেবাসমূহ |
|
মালিক | বালাজী টেলিফিল্মস লিমিটেড |
ওয়েবসাইট | altbalaji |
পাদটীকা / তথ্যসূত্র [১] |
আল্ট বালাজী, অল্ট বালাজী বা আল্ট বালাজী হল একটি ভারতীয় সাবস্ক্রিপশন ভিত্তিক ভিডিও অন ডিমান্ড প্ল্যাটফর্ম। এটি বালাজী টেলিফিল্মস লিমিটেডের সম্পূর্ণ মালিকানাধীন একটি অধীনস্থ প্রতিষ্ঠান।[২][৩][৪] ২০১৭ সালের ১৬ এপ্রিলে চালু হওয়া মূলত ওটিটি প্ল্যাটফর্মের জন্য মৌলিক সামগ্রী নির্মাণ করে থাকে।[৫][৬] প্ল্যাটফর্মটিতে প্রায় ৩৪ মিলিয়ন অর্থপ্রদানকারী ব্যবহারকারী রয়েছে।[৭][৮]
আল্ট বালাজী ভারতীয় কনটেন্ট ভিত্তিক একটি ভিডিও অন ডিমান্ড প্ল্যাটফর্ম। দর্শকদের জন্য আল্ট বালাজী ৩২ টি ভিন্ন ইন্টারফেস জুড়ে উপলব্ধ।[৯] কন্টেন্টগুলি মোবাইল ও ট্যাবলেট ডিভাইস (অ্যাপল ফোন, অ্যাপল আইপ্যাড, অ্যান্ড্রয়েড ফোন, অ্যান্ড্রয়েড ট্যাবলেট), ওয়েব ব্রাউজার (ডেস্কটপ ব্রাউজার), ক্রোমকাস্ট, অ্যান্ড্রয়েড টিভি, অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রোকু এবং উইন্ডোজ (উইন্ডোজ) পিসি, উইন্ডোজ মোবাইল, উইন্ডোজ ট্যাবলেট)-এ উপলব্ধ করা হয়েছে।[১০][১১][১২][১৩]
তাদের ওয়েবসাইট নিজেদের প্ল্যাটফর্মটিকে ভারতে দেখা সবচেয়ে বড় কনটেন্ট ব্যাংক বলে দাবি করেছে।[১৪] আল্টবালাজি'র ধারাবাহিকগুলি ড্রামা, কমেডি এবং রোমান্স থেকে শুরু করে থ্রিলার, অপরাধ এবং রহস্য গল্প নিয়েও নির্মিত হয়ে থাকে।[১৫]
আল্ট বালাজী’র এক্সএক্সএক্স ওয়েব ধারাবাহিকে জাতীয় প্রতীক, হিন্দু দেবতা এবং সেনা কর্মীদের অবমাননার অভিযোগে চলচ্চিত্র নির্মাতা একতা কাপুরের বিরুদ্ধে একটি এফ.আই.আর. দায়ের করা হয়েছিল। পরবর্তীতে একতার প্রতিনিধিরা বলেছিলেন যে, বিতর্কিত দৃশ্যটি সরিয়ে ফেলা হয়েছে।[১৬]