আল্যাঁ বাদিউ | |
---|---|
Alain Badiou | |
জন্ম | |
শিক্ষা | École Normale Supérieure (B.A., M.A.) |
যুগ | সমসাময়িক দর্শন |
অঞ্চল | পশ্চিমা দর্শন |
ধারা | মহাদেশীয় দর্শন উত্তর-মার্ক্সবাদ আধুনিক প্লেটোবাদ[১] |
প্রতিষ্ঠান | University of Reims University of Paris VIII École normale supérieure |
প্রধান আগ্রহ | সেট তত্ত্ব, গণিতের দর্শন, metapolitics, তত্ত্ববিদ্যা, মনঃসমীক্ষণ |
উল্লেখযোগ্য অবদান | Event, ontology of the multiple, ontology is mathematics, the One is not, count-as-one, metapolitics |
ভাবগুরু
| |
আল্যাঁ বাদিউ[২] (ফরাসি: Alain Badiou; জন্ম: ১৭ জানুয়ারি ১৯৩৭) হলেন একজন ফরাসি দার্শনিক, একল নর্মাল স্যুপেরিয়রের দর্শনের সাবেক সভাপতি এবং জিল দ্যলোজ, মিশেল ফুকো ও জঁ-ফ্রঁসোয়া লিয়তারের পাশাপাশি প্যারিস বিশ্ববিদ্যালয় ৮-এর দর্শন অনুষদের অন্যতম প্রতিষ্ঠাতা। বাদিউ সত্তা, সত্য, ঘটনা ও বিষয় ধারণাসমূহ নিয়ে এমনভাবে কাজ করেছেন যা তার মতে উত্তর-আধুনিক নয়, আবার নিছক আধুনিকতার পুনরাবৃত্তিও নয়। বাদিউ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত রয়েছেন এবং রাজনৈতিক ঘটনাবলি সম্পর্কে নিয়মিত মন্তব্য করে থাকেন। তিনি রাজনৈতিক শক্তি হিসেবে সাম্যবাদের প্রত্যাবর্তনের কথা বলেন।[৩]