আল্ফেয়ের পুত্র যাকোব | |
---|---|
প্রেরিত | |
জন্ম | আনু. খ্রীষ্টপূর্ব ১ম শতাব্দী গালীল, যিহূদিয়া, রোমান সাম্রাজ্য |
মৃত্যু | আনু. ৬২ খ্রীষ্টাব্দ যিরূশালেম, যিহূদিয়া, রোমান সাম্রাজ্য বা মিসর |
শ্রদ্ধাজ্ঞাপন | ক্যাথলিক মণ্ডলী, ইঙ্গবাদী ঐক্য, পূর্ব অর্থডক্স মণ্ডলী, প্রাচ্য অর্থডক্সি |
উৎসব | ১ মে (ইঙ্গবাদী ঐক্য), ৩ মে (ক্যাথলিক মণ্ডলী), ৯ অক্টোবর (পূর্ব অর্থডক্স মণ্ডলী) |
বৈশিষ্ট্যাবলী | Carpenter's saw; fuller's club |
এর রক্ষাকর্তা | Apothecaries; druggists; মৃত্যুপথযাত্রী; Frascati, ইতালি; fullers; milliners; Monterotondo, ইতালি; ঔষধশাস্ত্রজ্ঞ; উরুগুয়ে[১] |
আল্ফেয়ের পুত্র যাকোব (প্রাচীন গ্রিক: Ἰάκωβος Iakōbos; আরামীয়: ܝܥܩܘܒ ܒܪ ܚܠܦܝ;[২] হিব্রু ভাষায়: יעקב בן חלפי Ya'akov ben Halfay; আরবি: يعقوب بن حلفى, প্রতিবর্ণীকৃত: Ya'qub bin Halfa; কিবতীয়: ⲓⲁⲕⲱⲃⲟⲥ ⲛⲧⲉ ⲁⲗⲫⲉⲟⲥ) ছিলেন নূতন নিয়ম অনুযায়ী যীশুর দ্বাদশ প্রেরিতের একজন। তাঁকে প্রায়শই ছোট যাকোব (Ἰάκωβος ὁ μίκρος, মার্ক ১৫:৪০) হিসেবে চিহ্নিত করা হয় এবং মণ্ডলী ঐতিহ্যে সচরাচর এই নামেই অবিহিত করা হয়। বিভিন্ন অনুবাদে তাঁকে গৌণ, কনিষ্ঠ, অর্বাচীন বা অনুজ হিসেবেও আখ্যায়িত করা হয়। তিনি সিবদিয়ের পুত্র যাকোব থেকে ভিন্ন এবং কিছু ব্যাখ্যানুসারে যীশুর ভ্রাতা যাকোব (ন্যায়পরায়ণ যাকোব) অপেক্ষাও স্বতন্ত্র।[৩] তিনি নূতন নিয়মে মাত্র চারবার আবির্ভূত হন, প্রতিবারই বারো প্রেরিতের একটি তালিকায়।[৪]
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |