আশʿআরিবাদ বা আশআরী আকীদা বা আশʿআরি ধর্মতত্ত্ব[১][২] (আরবি: أشعرية, প্রতিবর্ণীকৃত: al-ʾAšʿarīyah বা ٱلْأَشَاعِرَة) হল সুন্নি ইসলামের প্রধানতম ধর্মতাত্ত্বিকমাজহাব যা শাস্ত্রীয় কর্তৃত্ব, যৌক্তিকতা[৩][৪] এবং অর্ধ-যুক্তিবাদের[৩][৫][৬][৭] ভিত্তিতে সর্বজনগৃহীত আকীদাগত দিকনির্দেশনা প্রদান করে।[৮] আরব ধর্মতত্ত্ববিদ আবুল হাসান আল-আশআরি এই মতবাদের ব্যাখ্যাকারক।[৯] এই মতাবলম্বীদের আশʿআরি[৩] এবং মতবাদকে আশʿআরি মাজহাব[৩] নামেও অবিহিত করা হয়। আশʿআরিবাদ সুন্নি ইসলামের সবচেয়ে প্রভাবশালী ধর্মতাত্ত্বিক চিন্তাধারা।[১০] এটিকে মাতুরিদি[১১][১২] ও আসারি মাজহাবের পাশাপাশি সুন্নি ইসলামের অন্যতম অর্থোডক্স ধর্মতাত্ত্বিক মাজহাব হিসেবে বিবেচনা করা হয়।[১৩]
↑Weeks, Douglas. "The Ideology of Al Muhajiroun." Al Muhajiroun. Palgrave Macmillan, Cham, 2020. 103-140.
↑Gyekye, Kwame. "Theology and Law in Islam." (1976): 304-306.
↑Fah̲rī, Mağīd. Ethical theories in Islam. Vol. 8. Brill, 1991.
↑Hashas, Mohammed. "Is European Islam Experiencing an Ontological Revolution for an Epistemological Awakening?." American Journal of Islamic Social Sciences 31: 4 (2014): 14.
↑Cyril Glassé, Huston Smith The New Encyclopedia of Islam Rowman Altamira 2003 আইএসবিএন৯৭৮-০-৭৫৯-১০১৯০-৬ page 63
↑Tabyin Kadhib al-Muftari fima Nussiba ila al-Imam al-Ash`ari (Ibn 'Asakir)