আশনা জাভেরি | |
---|---|
![]() নাগেশ থিরাইয়ারঙ্গম-এর প্রেস মিটে আশনা জাভেরি | |
জন্ম | |
পেশা | অভিনেত্রী, মডেল |
কর্মজীবন | ২০১০ – বর্তমান |
আশনা জাভেরি (ইংরেজি: Ashna Zaveri) হলেন একজন ভারতীয় অভিনেত্রী এবং মডেল, যিনি তামিল চলচ্চিত্রে অভিনয় করেন।[১]
আশনা ভাল্লাভানুক্কু পুল্লুম আয়ুধাম (২০১৪) দিয়ে চলচ্চিত্রে অভিষেক করেছিলেন, যেটি ব্যবসা সফল হয়েছিল।[২][৩][৪] তিনি পরের বছর ইনিমে ইপ্পাদিথান-এ আবার সান্থানামের সাথে অভিনয় করেন।[৫][৬][৭] ইনিমে ইপ্পাদিথান-এ তার চরিত্রে অভিনয়ের জন্য আশনা ভাষা আয়ত্ত করার জন্য তামিল অনুশীলন করেছিলেন।[৮]
বছর | চলচ্চিত্র | ভূমিকা | মন্তব্য |
---|---|---|---|
২০১৪ | ভাল্লাভানুক্কু পুল্লুম আয়ুধাম | বনথী | |
২০১৫ | ইনিমে ইপ্পাদিথান | মাহা | |
২০১৬ | মীন কুঝাম্বুম মান পানাইয়ুম | পবিত্রা | |
২০১৭ | ব্রহ্ম.কম | মনীষা | |
২০১৮ | নাগেশ থিরাইয়ারঙ্গম | হিমাজা প্রিয়া | |
ইভানুক্কু এনগেয়ো ম্যাচাম ইরুক্কু | সুরেখা | ||
২০২০ | টাইটানিক কধলুম কভুন্ধু পোগুম |