আশনূর কৌর | |
---|---|
জন্ম | ৩ মে ২০০৪ |
জাতীয়তা | ভারতীয় |
শিক্ষা | রায়ান ইন্টারন্যাশনাল, মুম্বই |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ২০০৯ – বর্তমান |
পরিচিতির কারণ |
|
উচ্চতা | ৫ ফুট ৭ ইঞ্চি (১.৭০ মিটার)[১][২] |
আশনূর কৌর (জন্ম: ৩ মে ২০০৪)[৩] একজন ভারতীয় অভিনেত্রী।[৪] তিনি জি টিভির ঝাঁসি কি রানী-র মাধ্যমে টেলিভিশনে আত্মপ্রকাশ করেছিলেন; তবে স্টার প্লাসের[৫] ইয়ে রিশতা ক্যায়া কেহলাতা হ্যায়-তে নায়রা সিংহানিয়া এবং সনি টিভির পটিয়ালা বেবস-এ মিনি খুরানা চরিত্রে অভিনয়ের জন্য পরিচিতি অর্জন করেছিলেন।[৬]
কৌর মাত্র ৫ বছর বয়সে ২০০৯-এর টেলিভিশন ধারাবাহিক ঝাঁসি কি রানী-তে প্রাচী চরিত্রে অভিনয় করেছিলেন।[৭][৮] পরবর্তীতে তিনি টেলিভিশন ধারাবাহিক না বোলে তুম না মেয়নে কুছ কাহা এবং না বোলে তুম না মেয়নে কুছ কাহা ২-এ নাভিকা ব্যাস ভটনাগরের চরিত্রে অভিনয় করেছিলেন। বাড়ে আচ্ছে লাগতে হ্যায় ধারাবাহিকে তিনি তরুণী মায়রা কাপুরের চরিত্রেও অভিনয় করেছিলেন। তিনি সি.আই.ডি.-তে সিয়া খান্না এবং পৌরাণিক ধারাবাহিক দেবো কে দেব...মহাদেব-এ অশোক সুন্দরীর চরিত্রে অভিনয় করেহিলেন।[৯] ইয়ে রিশতা ক্যায়া কেহলাতা হ্যায়-তে তিনি তরুণী নায়রা সিংহানিয়া চরিত্রে অভিনয় করেছিলেন।[১০]
২০১৩ সালের টেলিভিশন ধারাবাহিক মহাভারত-এ কৌর দুশালার চরিত্রে অভিনয় করেছিলেন, এবং তাকে পৃথভি বল্লভ-এ রাজকন্যা বিলাসের চরিত্রেও দেখা গিয়েছিল।
এছাড়াও কৌর অনুরাগ কাশ্যপের চলচ্চিত্র মনমর্জিয়া-তে তাপসী পান্নুর বোনের চরিত্রে অভিনয় করেছিলেন।[১১][১২]
২০১৮ থেকে ২০২০ অবধি সনি টিভি'র ধারাবাহিক পটিয়ালা বেবস-এ মিনি ববিতা / খুরানা চরিত্রে অভিনয় করেছিলেন।[১৩]
কৌর রায়ান ইন্টারন্যাশনাল স্কুল থেকে পড়াশোনা করেছিলেন।[১৪]
বছর | অনুষ্ঠান | চরিত্র | মন্তব্য |
---|---|---|---|
২০০৯ - ২০১০ | ঝাঁসি কি রানী | প্রাচী | টেলিভিশনে অভিষেক |
২০১০ | সাথ নিভানা সাথিয়া | পান্না | |
২০১১ | শোভা সোমনাথ কি | তরুণী রাজকন্যা শোভা | মুখ্য ভূমিকা |
২০১২ | না বোলে তুম না মেয়নে কুছ কাহা | নাভিকা "নানহি" ব্যাস ভটনাগর | মুখ্য ভূমিকা |
দেবো কে দেব...মহাদেব | তরুণী অশোক সুন্দরী | ||
সি.আই.ডি. | সিয়া খান্না | ||
২০১৩ | না বোলে তুম না মেয়নে কুছ কাহা ২ | তরুণী নাভিকা "নানহি" ব্যাস ভটনাগর | বিশেষ উপস্থিতি |
বাড়ে আচ্ছে লাগতে হ্যায় | তরুণী মায়রা কাপুর | পর্ব ৪৬৪ - ৪৮০ | |
জয় জগ জননী মা দুর্গা | তরুণী কাত্যায়নী | ||
মহাভারত | তরুণী দুশালা | ||
২০১৪ | দ্য অ্যাডভেঞ্চার্স অব হাতিম | মায়া | |
তুম সাথ হো যাব আপনে | নাজমা বেগ / সিদ্দিকী | মুখ্য ভূমিকা | |
ভূত রাজা অউর রনি ২[১৫] | শীনা | টেলিভিশন চলচ্চিত্র | |
২০১৫ | সিয়াসত | মুমতাজ মহল | |
২০১৫ - ২০১৬ | ইয়ে রিশতা ক্যায়া কেহলাতা হ্যায় | তরুণী নায়রা সিংহানিয়া | মুখ্য ভূমিকা |
২০১৭ | কই লউট কে আয়া হ্যায় | গীতাঞ্জলি শেখরী | বিশেষ উপস্থিতি |
২০১৮ | পৃথ্বী বল্লভ | বিলাসবতী | |
২০১৮ - ২০২০ | পটিয়ালা বেবস | মিনি ববিতা / খুরানা | মুখ্য ভূমিকা |
বছর | শিরোনাম | চরিত্র | মন্তব্য | সূত্র |
---|---|---|---|---|
২০১৮ | সঞ্জু | তরুণী প্রিয়া দত্ত | চলচ্চিত্রে অভিষেক | |
মনমর্জিয়া | কিরণ বাগ্গা |
বছর | পুরস্কার | বিভাগ | কর্ম | ফলাফল | সূত্র |
---|---|---|---|---|---|
২০১৯ | ভারতীয় টেলি পুরস্কার | পরবর্তী প্রজন্মের তারকা বিভাগে জুরি বিশেষ পুরস্কার | পাতিয়ালা বেবজ | বিজয়ী | [১৬] |