আশিস শর্মা | |
---|---|
জন্ম | আশিস শর্মা ৩০ আগস্ট ১৯৮৪ |
জাতীয়তা | ভারতীয় |
পেশা | অভিনেতা |
কর্মজীবন | ২০০৯–বর্তমান |
দাম্পত্য সঙ্গী | অর্চনা টাইডে |
আশিস শর্মা হলেন একজন জনপ্রিয় ভারতীয় চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেতা। তিনি টেলিভিশন শো রাংগরসিয়াতে মেজর রুদ্রপ্রতাপ রণৌত এবং সিয়া কে রাম-এ ভগবান রামের[১] চরিত্রের জন্য বেশি পরিচিত। তার অভিনীত রংগরসিয়া ‘সেন্সিজ ওলমেঝ’ নামে তুর্কি ভাষায় ডাবিং করা হয়।[২][৩]
আশিস শর্মা ২০১০ সালে প্রথম হিন্দি ছবি লাভ সেক্স অর ধোঁকা দিয়ে চলচ্চিত্রে কর্মজীবন শুরু করেন।[৪] একই বছর তিনি ইমাজিন টিভিতে একটি টিভি সিরিজ গুণাহো কা দেবতায় প্রধান চরিত্রের কিরদার করেন।[৫] তিনি ঐতিহাসিক সিরিজ নাটক চন্দ্রগুপ্ত মৌর্য -এর চরিত্রটি পুনর্ঙ্কিত করেন।[৬] তিনি জি টিভির রব সে সোহনা ইশক রণবীর চরিত্র করেন। কালারসে রংগসরিয়া টিভি সিরিজে মেজর রুদ্র প্রতাপ রণৌত, একজন বিএসএফ কর্মকর্তা হিসেবে দর্শক খ্যাতি ও সমালোচনা দুটোই কুড়ান। ২০১৪ সালে তিনি নাচের একটি আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান ঝালাক দিখ্লা জা ৭ম মৌসুমের বিজয়ী হন।[৭] সম্প্রতিকালে তিনি সিয়া কে রামে ভগবান রামের চরিত্রে অভিনয় করছেন।[৮]
২০১৩ সালের ৩০শে জানুয়ারি তিনি টেলিভিশন অভিনেত্রী অর্চনা টাইডেকে বিয়ে করেন।[৯][১০]
সাল | টিভি শোচ্যানেল | ভূমিকা | সহ-অভিনেতা/অভিনেত্রী | ভাষা | টিভি চ্যানেল | |
---|---|---|---|---|---|---|
২০১০-১১ | গুণাহো কা দেবতা | আভদেশ সিং | তানভি ভাটিয়া | হিন্দি | ইমাজিন টিভি | প্রধান চরিত্র (পুরুষ) |
২০১১ | চন্দ্রগুপ্ত মৌর্য | চন্দ্রগুপ্ত মৌর্য | নিধি টিকো | হিন্দি | ইমাজিন টিভি | প্রধান চরিত্র (পুরুষ) |
২০১২-১৩ | রব সে সোনা ইস্ক | রণবীর, ফাতেহ্, জিত[১১] | এক্তা কৌল, সুক্রিতি কান্ডপাল | হিন্দি | জি টিভি | প্রধান চরিত্র (পুরুষ) |
২০১৩-১৪ | রংগরসিয়া | রুদ্র প্রতাপ রণৌত[১২] | সানায়া ইরানি | হিন্দি | কালারস | প্রধান চরিত্র (পুরুষ) |
২০১৪ | ঝালাক দিখ্লা যা ৭ মৌসুম | প্রতিযোগী | শম্পা | হিন্দি | কালারস | বিজয়ী |
২০১৫ | তুঝসে নারাজ নেহি জিন্দেগি | উপস্থাপক | হিন্দি | & টিভি | আরজে | |
২০১৫–বর্তমান | সিয়া কে রাম | রাম | মদিরাক্ষী মণ্ডল | হিন্দি | সটার প্লাস | প্রধান চরিত্র (পুরুষ) |
২০১৬–বর্তমান | ভক্ত কি ভক্তি মে শক্তি | উপস্থাপক | হিন্দি | লাইফ ওকে | উপস্থাপক |
সাল | ছবি | চরিত্র | সহ-অভিনেতা/অভিনেত্রী | ভাষা |
---|---|---|---|---|
২০১০ | লাভ সক্স অর ধোঁকা | শহীদ | নুসরত ভরুচা | হিন্দি |
২০১২ | জিন্দেগি তেরে নাম | ভিসাল | হিন্দি |
সাল | পুরস্কার | শো | বিষয়শ্রেণী | ফল |
---|---|---|---|---|
২০১২ | জি রিস্তে পুরস্কার | রব সে সোনা ইস্ক | প্রিয় কাবাব মে হাড্ডি [১৩] | বিজয়ী |
২০১৪ | ভারতীয় টেলিভিশন একাডেমী পুরস্কার | রঙ্গ্রসিয়া | গ্রেট! পার্ফর্মার পুরুষ[১৪] | বিজয়ী |
২০১৬ | স্টার পরিবার পুরস্কার | সিয়া কে রাম | প্রিয় বেটা পুরস্কার[১৫] | বিজয়ী |