লেখক | ইমাম নাসাঈ |
---|---|
মূল শিরোনাম | السنن الكبرى |
দেশ | বিশ্বের বিভিন্ন দেশে |
ভাষা | আরবি |
বিষয় | হাদিস |
ধরন | হাদিস সংকলন |
আস-সুনান আল-কুবরা বা সুনানে কুবরা ( আরবি: السنن الكبرى ) হল ইমাম আল-নাসায়ী (২১৪–৩০৩ হি) দ্বারা সংগৃহীত একটি হাদীস গ্রন্থ। [১] [২] ইমাম আল-বায়হাকিরও একই শিরোনামের একটি বই রয়েছে। উভয়ের মাঝে পার্থক্য বুঝাতে সেটিকে সুনানুল কুবরা লিল-বায়হাকি বলা হয়।
আস-সুনান আল-কুবরা হল সুনানে নাসাঈয়ের বৃহত্তর সংস্করণ। আস সুনানুল কুবরা দীর্ঘতর হয়ে যাওয়ার কারণে তা সংক্ষিপ্ত করে সুনানে নাসাঈ লেখা হয়েছে। এই সংক্ষিপ্ত সংস্করণে প্রায় ছয় হাজার হাদীস রয়েছে এবং আস সুনানুল কুবরায় প্রায় বারো হাজার হাদীস রয়েছে। [৩] সংক্ষিপ্ত সেই সংকলনটিকে অধিকাংশ মুহাদ্দিস সিহাহ সিত্তাহর মধ্যে সহীহাইন ( সহীহ আল-বুখারি ও সহিহ মুসলিম ) এর পরে হাদীসের পরবর্তী সবচেয়ে খাঁটি বই বিবেচনা করেছেন। [১] [৪]
এই হাদিসগ্রন্থের উল্লেখযোগ্য ভাষ্য হল: