আসানসোল পৌরনিগম | |
---|---|
ধরন | |
ধরন | |
ইতিহাস | |
শুরু | ১৯৯৪ |
নেতৃত্ব | |
মেয়র | জিতেন্দ্রকুমার তিওয়ারি |
ডেপুটি মেয়র | তাবাসুম এরা |
গঠন | |
আসন | ১০৬ |
রাজনৈতিক দল | তৃণমূল: ৭৬ আসন সিপিআইএম: ১৪ আসন বিজেপি: ৮ আসন কংগ্রেস: ৩ আসন ফরওয়ার্ড ব্লক: ২ আসন স্বতন্ত্র: ২ আসন সিপিআই: ১ আসন |
নির্বাচন | |
সর্বশেষ নির্বাচন | ২০১৫ |
পরবর্তী নির্বাচন | ২০২২ |
সভাস্থল | |
পৌরনিগম ভবন | |
ওয়েবসাইট | |
www |
আসানসোল পৌরনিগম বা আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন (এএমসি) হল পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার আসানসোল সদর মহকুমার অন্তর্গত আসানসোল শহরের প্রশাসক সংস্থা।
১৮৫০ সালের ২৯ অক্টোবর তারিখে একটি বিজ্ঞপ্তি অনুযায়ী, আসানসোল, রাণীগঞ্জ, কাটোয়া ও কালনায় ইউনিয়ন কমিটি গঠন করা হয়। এই ইউনিয়ন কমিটিগুলি পৌরসভার কার্য সম্পাদন করে থাকে।১৮৮৫ সালের ১ এপ্রিল থেকে ১৮৮৫ সালের ১ জুলাই পর্যন্ত আসানসোল পৌরসভা গঠিত হয়। প্রাথমিকভাবে পৌরসভাটি রেলওয়ে কলোনি, ইংরেজ এলাকা, বুধাদনগা গ্রাম, বাস্টিনের বাজার, পাকা বাজার, মুন্সী বাজার ও তালপুকুর নিয়ে গড়ে ওঠে। প্রথম কমিটি সাতজন সরকারী কর্মকর্তা এবং ১২ জন মনোনীত সদস্য নিয়ে পৌরসভা গঠিত হয়।[১]
বছরের পর বছর ধরে, কয়লা খনি, রেলপথের উন্নয়ন এবং বার্ণপুরে ইস্কো ইস্পাত কারখানার ইস্পাত উৎপাদন বৃদ্ধির সাথে সাথে আসানসোলের প্রবৃদ্ধি বেড়েছে। আসানসোল পৌর কর্পোরেশন ১৯৯৪ সালে বর্ধমানের বিজ্ঞপ্তিকরণ কর্তৃপক্ষ আসানসোল পৌরসভা থেকে আসানসোল পৌরনিগম গঠন করে এবং আসানসোল সমষ্টি উন্নয়ন ব্লকের কিছু গ্রামীণ অংশ এবং কিছু কয়লাভিত্তিক এলাকায় যোগ করে আসানসোল পৌরনিগমর সঙ্গে।[২] ৩ জুন ২০১৫ তারিখে কলকাতা গেজেট বিজ্ঞপ্তির মতে, কুলটি, রাণীগঞ্জ ও জামুরিয়া পৌরসভা এলাকাগুলি আসানসোল পৌরনিগমর অন্তর্ভুক্ত করা হয়। [৩]