আসাম কৃষি বিশ্ববিদ্যালয়

আসাম কৃষি বিশ্ববিদ্যালয়
অসম কৃষি বিশ্ববিদ্যালয়
ধরনসরকারী
স্থাপিত১৯৬৯
অধিভুক্তিআই সি এ আর (ICAR)
আচার্যআসামের রাজ্যপাল
উপাচার্যকমল মল্ল বেজবরুয়া
অবস্থান, ,
ওয়েবসাইটwww.aau.ac.in
মানচিত্র

আসাম কৃষি বিশ্ববিদ্যালয় (অসমীয়া: অসম কৃষি বিশ্ববিদ্যালয়) আসামের যোরহাটে স্থিত উত্তর-পুর্বাঞ্চলের একমাত্র কৃষি বিশ্ববিদ্যালয়।[] ১৯৬৯ সনে বিশ্ববিদ্যালয়টি স্থাপিত হয়। আসামে কৃষি শিক্ষা, গবেষণা ও কৃষি সম্প্রসারণে বিশ্ববিদ্যালয়টির অবদান যথেষ্ট। যোরহাটের কৃষি মহাবিদ্যালয় ও আসাম পশু চিকিৎসা মহাবিদ্যালয়কে কেন্দ্র করে আসাম কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়।সম্পূর্ণ বিশ্বের মধ্যে কেবল এই বিশ্ববিদ্যালয়টিতে চা-এর প্রযুক্তিবিদ্যায় স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষা প্রদান করা হয়। ৬০০অধিক শিক্ষক, গবেষক ও সম্প্রসারণ বিশেযজ্ঞ এই বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে কৃষি ও পশু চিকিৎসা বিষয়ে বিভিন্ন সেবা প্রদানে প্রতিজ্ঞাবদ্ধ আছেন।

গবেষণা কেন্দ্র

[সম্পাদনা]

আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ের তত্বাবধানে আসামের ৬টি কৃষি বিভাগে একটি করে আঞ্চলিক গবেষণা কেন্দ্র রয়েছে:

  1. তিতাবর- ব্রহ্মপুত্রের উপত্যকা অঞ্চল
  2. উত্তর লক্ষ্মীমপুর-উত্তর পাড়ের সমতল অঞ্চল
  3. শ্বিলঙিনী-মধ্য ব্রহ্মপুত্র উপত্যকা অঞ্চল
  4. ডিফু-পার্বত্য অঞ্চল
  5. গোসাইগাঁও- ব্রহ্মপুত্রের উপত্যকা অঞ্চল
  6. করিমগঞ্জ-বরাক উপত্যকা অঞ্চল

বিভাগ

[সম্পাদনা]

বিশ্ববিদ্যালয়ের অনুষদের অধীনে বিভাগসমূহ:

কৃষি অনুষদ

[সম্পাদনা]
  • কৃষি অর্থনীতি
  • কৃষি বনায়ন
  • কৃষি জৈবপ্রযুক্তি
  • কৃষি অর্থনীতি ও খামার ব্যবস্থাপনা
  • কৃষি প্রকৌশল
  • কৃষি আবহাওয়া
  • কৃষি পরিসংখ্যান
  • পশুপালন ও গবাদিপশু
  • প্রাণরসায়ন এবং কৃষি রসায়ন
  • শস্যের জীবনধারা
  • কীটতত্ত্ব
  • সম্প্রসারণ শিক্ষা
  • খামারের শক্তি, যন্ত্রপাতি ও কাঠামো
  • উদ্যানবিদ্যা
  • সেচ ও জল ব্যবস্থাপনা
  • সুতাকৃমিবিদ্যা
  • উদ্ভিদ প্রজনন ও জিনতত্ত্ব
  • উদ্ভিদ রোগবিদ্যা
  • মৃত্তিকা বিজ্ঞান
  • চা চাষ ও প্রযুক্তি

পশুরোগবিষয়ক বিজ্ঞান অনুষদ

[সম্পাদনা]
  • পশুর জৈবপ্রযুক্তি
  • পশুর জিনতত্ত্ব ও প্রজনন
  • প্রাণী পুষ্টি
  • প্রাণী উৎপাদন ও পরিচালনা
  • সম্প্রসারণ শিক্ষা (পশু চিকিৎসা)
  • ভেটেরিনারি অ্যানাটমি ও হিস্টোলজি
  • পশুরোগবিষয়ক স্ত্রীরোগবিদ্যা
  • পশুরোগবিষয়ক মেডিসিন, জনস্বাস্থ্য এবং স্বাস্থ্যবিধি
  • পশুরোগবিষয়ক অণুজীববিজ্ঞান
  • পশুরোগবিষয়ক পরজীবীবিদ্যা
  • ভেটেরিনারি প্যাথলজি
  • ভেটেরিনারি ফার্মাকোলজি এবং টক্সিকোলজি
  • ভেটেরিনারি ফিজিওলজি
  • ভেটেরিনারি সার্জারি এবং রেডিওলজি
  • পোল্ট্রি বিজ্ঞান ও দুগ্ধ বিজ্ঞান

সম্প্রদায় বিজ্ঞান অনুষদ

[সম্পাদনা]
  • মানব উন্নয়ন এবং পরিবার অধ্যয়ন
  • টেক্সটাইল বিজ্ঞান এবং পোশাক নকশা
  • সম্প্রসারণ শিক্ষা এবং যোগাযোগ এমজিটি
  • খাদ্য বিজ্ঞান ও পুষ্টি
  • পরিবার সংস্থান ব্যবস্থাপনা

মৎস্য বিজ্ঞান অনুষদ

[সম্পাদনা]
  • অ্যাকুয়াকালচার
  • মৎস্য জীববিজ্ঞান
  • হাইড্রোগ্রাফি
  • মৎস্য প্রযুক্তি ও প্রকৌশল
  • মৎস্য সম্প্রসারণ শিক্ষা
  • মৎস্য অর্থনীতি ও ব্যবস্থাপনা

মহাবিদ্যালয়

[সম্পাদনা]

এই বিশ্ববিদ্যালয়ের অধীনে নিন্মলিখিত মহাবিদ্যালয় আছে:

তথ্যসূত্র

[সম্পাদনা]

টেমপ্লেট:আসামের শিক্ষাপ্রতিষ্ঠান