ধরন | সরকারি |
---|---|
স্থাপিত | ২০১৩ |
অবস্থান | , , |
সংক্ষেপে | AWU |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
![]() |
আসাম মহিলা বিশ্ববিদ্যালয় হচ্ছে একটি সরকারি বিশ্ববিদ্যালয় যা ভারতের আসাম রাজ্যের যোরহাট অবস্থিত। আসাম বিধানসভায় আসাম মহিলা বিশ্ববিদ্যালয় সন্দর্ভের (২০১৩ এর XXII) মাধ্যমে ২০১৩ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।[১][২][৩][৪] এটি আসামের প্ৰথম মহিলা বিশ্ববিদ্যালয়।[৫]
প্রতিষ্ঠালগ্নে রাজ্য সরকার অসম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচাৰ্যকে পরামর্শদাতা হিসেবে নিয়োগ দিয়েছিল।[৬]
বিশ্ববিদ্যালয়টিতে স্নাতক, স্নাতকোত্তর এবং ডিপ্লোমা পাঠ্যক্ৰমসমূহ শিক্ষা দেয়া হয়।[৫]