কে আসিফ | |
---|---|
জন্ম | উত্তর প্রদেশ, ভারত | ১৪ জুন ১৯২২
মৃত্যু | ৯ মার্চ ১৯৭১ মুম্বাই, মহারাষ্ট্র, ভারত | (বয়স ৪৮)
অন্যান্য নাম | করিমুদ্দীন আসিফ |
পেশা | চলচ্চিত্র পরিচালক, চলচ্চিত্র প্রযোজক, চিত্রনাট্যকার |
কর্মজীবন | ১৯৪৫-১৯৭১ |
দাম্পত্য সঙ্গী | আক্তার আসিফ (বোন দিলীপ কুমার), নিগার সুলতানা |
সন্তান | আকবর আসিফ, শাবানা আসিফ, শওকত আসিফ, মুনজা আসিফ, তাবির কোরেশী |
কে আসিফ (উর্দু: کے آصف; ১৪ জুন ১৯২২ – ৯ মার্চ ১৯৭১) ছিলেন ভারতের একজন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক, চলচ্চিত্র প্রযোজক এবং চিত্রনাট্যকার। আসিফ ১৯৬০ সালের হিন্দি মহাকাব্যিক মুঘল-ই-আজম চলচ্চিত্রের সাথে সম্পৃক্ততার জন্য বিখ্যাত ছিলেন।
আসিফ পিতা ডাঃ ফজল করিম ও বিবি গোলাম ফাতিমার ঘরে ভারতের উত্তর প্রদেশে আসিফ করিম (' اصف کریم) নামে জন্মগ্রহণ করেন।
তিনি ১৯৪৫ সালের ফুল ছবিতে পরিচালনার মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। উক্ত চলচ্চিত্রটি সেই সময়কার জনপ্রিয় অভিনেতা/অভিনেত্রী পৃথ্বীরাজ কাপুর, দুর্গা খোতে এবং সুরাইয়াকে নিয়ে নির্মাণের কারণে ব্যাপকভাবে ব্যাবসায়িক সাফল্য লাভ করে।
১৯৪৪ সালে, আসিফ মুঘল সম্রাট আকবরের এর জীবনের উপর ভিত্তি মুঘল-ই-আজম চলচ্চিত্রটি নির্মাণের পরিকল্পনা করেন।