![]() | |||
পূর্ণ নাম | Αθλητικός Γυμναστικός Σύλλογος Αστέρας Τρίπολης (অ্যাথলেটিক জিমনাস্টিকস সোসাইটি আস্তেরাস ত্রিপোলিস) | ||
---|---|---|---|
ডাকনাম | হলুদ-নীল আরকাদেস (আর্কাডীয়) | ||
প্রতিষ্ঠিত | ২৬ মার্চ ১৯৩১ | ||
মাঠ | থেওরদোরোস কলোকোত্রোনিস স্টেডিয়াম[১] | ||
ধারণক্ষমতা | ৭,৪৪২ | ||
মালিক | ![]() ![]() | ||
সভাপতি | ![]() | ||
ম্যানেজার | ![]() | ||
লিগ | সুপার লীগ গ্রিস | ||
২০১৮–১৯ | ১১তম | ||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | ||
| |||
আস্তেরাস ত্রিপোলিস ফুটবল ক্লাব (গ্রিক: ΠΑΕ Αστέρας Τρίπολης, ইংরেজি: Asteras Tripolis FC; এছাড়াও ত্রিপোলির তারকা, আস্তেরাস ত্রিপোলিস এফসি অথবা শুধুমাত্র আস্তেরাস ত্রিপোলিস নামে পরিচিত) হচ্ছে ত্রিপোলি ভিত্তিক একটি গ্রিক পেশাদার ফুটবল ক্লাব।[৩] এই ক্লাবটি বর্তমানে গ্রিসের শীর্ষ স্তরের ফুটবল লীগ সুপার লীগ গ্রিসে খেলে। এই ক্লাবটি ১৯৩১ সালের ২৬শে মার্চ তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। আস্তেরাস ত্রিপোলিস তাদের সকল হোম ম্যাচ ত্রিপোলির থেওরদোরোস কলোকোত্রোনিস স্টেডিয়ামে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৭,৪৪২। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন মিলান রাস্তাভাচ এবং সভাপতির দায়িত্ব পালন করছেন ইয়র্গিয়স বরোভিলোস। আর্জেন্টিনীয় মধ্যমাঠের খেলোয়াড় ওয়ালতার ইগলেসিয়াস এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[৪]
ঘরোয়া ফুটবলে, আস্তেরাস ত্রিপোলিস এপর্যন্ত ৩টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১টি ফুটবল লীগ, ১টি গামা এথনিকি এবং ১টি ডেল্টা এথনিকি শিরোপা রয়েছে।
টেমপ্লেট:আস্তেরাস ত্রিপোলিস ফুটবল ক্লাব টেমপ্লেট:সুপার লীগ গ্রিস