আস্থা গিল आस्था गिल | |
---|---|
প্রাথমিক তথ্য | |
জন্মনাম | আস্থা গিল |
জন্ম | দিল্লি, ভারত[১] | ২৪ জুন ১৯৯৩
ধরন | |
পেশা | নেপথ্য সঙ্গীতশিল্পী[২] |
কার্যকাল | ২০১৪–বর্তমান |
আস্থা গিল হলেন একজন ভারতীয় নেপথ্য সঙ্গীতশিল্পী, যিনি ফাগলির পার্টি গান "ধুপ চিক"-এ কণ্ঠ প্রদানের মাধ্যমে আত্মপ্রকাশ করেছিলেন।[৩] অতঃপর তিনি খুবসুরতের গান "আভি তো পার্টি শুরু হুই হ্যায়"-এ কণ্ঠ দিয়েছিলেন।[৪] এছাড়াও তিনি "ডিজে ওয়ালে বাবু", "বাজ" এবং "নাগিন"-এর মতো জনপ্রিয় গান গেয়েছেন।
আস্থা দিল্লির বিবেকানন্দ ইনস্টিটিউট অফ প্রফেশনাল স্টাডিজ থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর শেষ করেছেন।
সাল | চলচ্চিত্র | গান | সহশিল্পী | টীকা |
---|---|---|---|---|
২০১৪ | ফুগলি | ধুপ চিক | বাদশা ও রাফতার | |
খুবসুরত | আভি তো পার্টি শুরু হুই হ্যায় | বাদশা | ||
২০১৮ | ব্ল্যাকমেইল | হ্যাপি হ্যাপি | ||
স্ত্রী | কামারিয়া | দিব্য কুমার ও শচীন-জিগর | [৫] | |
নমস্তে ইংল্যান্ড | প্রোপার পাটোলা | দিলজিৎ দোসাঞ্ঝ ও বাদশা |
সাল | গান | সহশিল্পী | টীকা |
---|---|---|---|
২০১৫ | ডিজে ওয়ালে বাবু | বাদশা | [৬] |
২০১৬ | রেজার মেরা সোয়াগ | ||
২০১৮ | বাজ | [৭] | |
করে জা | |||
হার্টলেস | বাদশা ও আশী মিকি | [৮] | |
ন্যায়ন | বাদশা | ||
২০১৯ | সারা ইন্ডিয়া | ||
জিতেগা সাড়া ইন্ডিয়া | [৯] | ||
নাগিন | আকাসা | [১০] |
ভারতীয় সঙ্গীতশিল্পী বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |