আহমদ ইবনে মুহাম্মাদ নাহাওয়ান্দি | |
---|---|
احمد نهاوندى | |
জন্ম | ৮-৯ম শতাব্দী |
উচ্চশিক্ষায়তনিক কর্ম | |
যুগ | ইসলামি স্বর্ণযুগ |
প্রধান আগ্রহ | জ্যোতির্বিদ্যা |
আহমদ ইবনে মুহাম্মাদ নাহাওয়ান্দি (ফার্সি: احمد نهاوندى), যাকে সংক্ষেপে নাহাওয়ান্দি বলা হয়, তিনি ছিলেন ৮ম/৯ম শতাব্দীর একজন পারস্য জ্যোতির্বিজ্ঞানী । তার নাম নির্দেশ করে যে তিনি বর্তমান আধুনিক ইরানের নাহাওয়ান্দের সাথে সম্পৃক্ত ছিলেন।
নাহাওয়ান্দি প্রাদেশিক গভর্নর এবং খলিফা হারুনুর রশিদের দীর্ঘকালের শক্তিশালী উজির ইয়াহিয়া ইবনে খালিদ ইবনে বারমাকের সময়ে ইরানের খুজেস্তানের গুন্দেশাপুর মাদ্রাসায় থাকতেন এবং কাজ করতেন। নাহাওয়ান্দি প্রায় ৮০০ সালে মাদ্রাসাটিতে জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ করছিলেন বলে জানা যায়।[১] তিনি এবং জ্যোতির্বিজ্ঞানী ও গণিতবিদ মাশাআল্লাহ ইবনে আতারি ইসলামের প্রথম যুগের জ্যোতির্বিজ্ঞানীদের মধ্যে ছিলেন যারা দ্বিতীয় আব্বাসীয় খলিফা মনসুরের রাজত্বকালে বিকাশ লাভ করেছিলেন।
নাহাওয়ান্দিমুশতামিল শিরোনামে জিজ (জ্যোতির্বিদ্যা সারণী) সংকলন করেছেন।[২]