আহমদ সাইদ দেহলভি | |
---|---|
ব্যক্তিগত তথ্য | |
জন্ম | আহমদ সাইদ দেহলভী ৫ ডিসেম্বর ১৮৮৮ দিল্লী, ভারত |
মৃত্যু | ১৯৫৯ (বয়স ৭০–৭১) |
ধর্ম | ইসলাম |
জাতীয়তা | ভারতীয় |
পিতামাতা | হাফেজ নবাব মির্জা |
পেশা | রাজনীতি |
মুসলিম নেতা | |
পেশা | রাজনীতি |
আহমদ সাইদ দেহলভী জমিয়তে ওলামায়ে হিন্দের সভাপতি, আলেম ছিলেন।
তিনি ১ রবিউস সানী ১৩০২ হিজরী ৫ ডিসম্বর ১৮৮৮ সালে দিল্লীতে জন্ম গ্রহণ করেন। তার বাবার নাম হাফেজ নবাব মির্জা। তার দাদার নাম খাজা নবাব আলী। তিনি দিল্লী শহরের প্রসিদ্ধ বুযুর্গ ছিলেন।
তিনি মৌলভী আব্দুল মাজিদ মুস্তফা থেকে প্রাথমিক শিক্ষা লাভ করেন, এবং মাদরাসা আমিনিয়্যাহ দিল্লী থেকে হিফজুল কুরআন ও উচ্চশিক্ষা সমাপ্ত করেন।
১৯২০ সাল থেকে জাতীয় আন্দোলনে অংশ নেওয়া শুরু করেছিলেন এবং আটবার জেলে গিয়েছিলেন। তাকে ‘সুবহানুল হিন্দ’ বলা হতো। মাওলানা হুসাইন আহমদ মাদানী মারা যাওয়ার পরে জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি নিযুক্ত হোন।দেশের স্বাধীনতার জন্য অনেক পরিশ্রম করেছিলেন।
তিনি অনেকগুলো বই রচনা করেছেন তন্মধ্যে-
৪ ডিসেম্বর ১৯৫৯ সালে তিনি ইন্তেকাল করেন।