![]() | |||
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | আহমাদ আবদুল্লাহজাদে | ||
জন্ম | ৬ মে ১৯৯৩ | ||
জন্ম স্থান | [শুষ, ইরান | ||
উচ্চতা | ১.৭৬ মিটার (৫ ফুট ৯+১⁄২ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | ডিফেন্সিভ মিডফিল্ডার | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | ফোলাদ | ||
জার্সি নম্বর | ১১ | ||
যুব পর্যায় | |||
২০০৭-২০১২ | ফোলাদ | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১২ | ফোলাদ | ৭৮ | (০) |
২০১৫-২০১৬ | → ট্রাক্টর (লোন) | ১১ | (০) |
জাতীয় দল‡ | |||
২০০৮-২০১০ | ইরান অনূর্ধ্ব-১৭ | ১২ | (২) |
২০১১-২০১২ | ইরান অনূর্ধ্ব-২০ | ১৫ | (৩) |
২০১৭– | ইরান | ৪ | (০) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৩ মে ২০১৭ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৭ মে ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক। |
আহমাদ আবদুল্লাহজাদে (ফার্সি: حمد عبداللهزاده; জন্মঃ ৬ মে ১৯৯৩) একজন ইরানী পেশাদার ফুটবলার যিনি বর্তমানে ইরানি ফুটবল ক্লাব ফোলাদ এর হয়ে খেলেন।
আবদুল্লাহজাদে ফোলাদের হয়ে কিশোর বয়সে ফুটবল জীবন শুরু করেন। পরবর্তীতে মাজিদ জালালীর অধীনে ফোলাদের মূলদলে সুযোগ পান। ২০১৪-১৫ মৌসুমে ট্রাক্টোর সাজি'র বিপক্ষে ফোলাদের হয়ে অভিষেক হয়। [১]
তিনি ২০১০ এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়েন্সিপে ইরানের হয়েেটি ম্যাচ খেলে। এছাড়াও তিনি অনূর্ধ্ব-২০ দলের হয়ে ২০১২ এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়েন্সিপে প্রতিনিধিত্ব করেন। ২০১৪ সালের ৩ অক্টোবরে পর্তুগালে অনুষ্ঠিত জাতীয় দলের ক্যাম্পে ডাক পান। ২০১৭ সালের ৫ অক্টোবর টোগো'র বিপক্ষে ম্যাচের মাধ্যমে জাতীয় দলে তার অভিষেক ঘটে। ২০১৮ সালের মে'তে বিশ্বকাপের জন্য প্রাধমিক স্কোয়াডে ডাক পান। [২]