ইসলামি পণ্ডিত আহমাদ মুহাম্মাদ শাকির | |
---|---|
জন্ম | ২৯ জানুয়ারি ১৮৯২ |
মৃত্যু | ১৪ জুন, ১৯৫৮ (৬৬ বছর বয়সে) |
অঞ্চল | কায়রো, মিশর |
মূল আগ্রহ | হাদিস |
যাদেরকে প্রভাবিত করেছেন |
আহমাদ মুহাম্মাদ শাকির (আরবি: أحمد محمد شاكر ) (২৯ জানুয়ারি, ১৮৯২ - ১৪ জুন, ১৯৫৮) ছিলেন একজন মিশরীয় হাদীছশাস্ত্রবিদ ও প্রখ্যাত স্কলার। ঐতিহাসিক আল-আযহার বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট 'আলিম মাহমুদ শাকির তার পিতা, এবং বিখ্যাত লেখক ও সাংবাদিক মাহমুদ মুহাম্মাদ শাকির তার ভাই।
তিনি আল-আযহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং সেখানেই কর্মজীবন অতিবাহিত করেন, ১৯৫১ সালে অবসর নেন। তিনি কায়রোর সুপ্রিম শারিয়াহ কোর্ট এর ভাইস-চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।