আহমাদ মুহাম্মাদ শাকির

ইসলামি পণ্ডিত
আহমাদ মুহাম্মাদ শাকির
জন্ম(১৮৯২-০১-২৯)২৯ জানুয়ারি ১৮৯২
মৃত্যু১৪ জুন, ১৯৫৮ (৬৬ বছর বয়সে)
অঞ্চলকায়রো, মিশর
মূল আগ্রহহাদিস
যাদেরকে প্রভাবিত করেছেন

আহমাদ মুহাম্মাদ শাকির (আরবি: أحمد محمد شاكر ) (২৯ জানুয়ারি, ১৮৯২ - ১৪ জুন, ১৯৫৮) ছিলেন একজন মিশরীয় হাদীছশাস্ত্রবিদ ও প্রখ্যাত স্কলার। ঐতিহাসিক আল-আযহার বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট 'আলিম মাহমুদ শাকির তার পিতা, এবং বিখ্যাত লেখক ও সাংবাদিক মাহমুদ মুহাম্মাদ শাকির তার ভাই।

কর্মজীবন

[সম্পাদনা]

তিনি আল-আযহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং সেখানেই কর্মজীবন অতিবাহিত করেন, ১৯৫১ সালে অবসর নেন। তিনি কায়রোর সুপ্রিম শারিয়াহ কোর্ট এর ভাইস-চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

গ্রন্থ তালিকা

[সম্পাদনা]
  • আল-বা'ইছ আল-হাদীছ: ইবনে কাসীর রহঃ রচিত বিখ্যাত "ইখতিসার উলুম আল-হাদীছ" গ্রন্থের ব্যাখ্যা এবং "আল-মুকাদ্দিমাহ" এর সারাংশ।
  • মুসনাদ আহমাদ ইবনে হাম্বল: আহমাদ বিন হাম্বল রহঃ এর সুবিধাল হাদীছ সঙ্কলনের প্রথম এক-তৃতীয়াংশের টীকা।
  • জামি' আল-বায়ান:কুরআনের বৃহৎ ব্যাখ্যা, তাফসীর আল তাবারীর টীকা; অসম্পূর্ণ।
  • সুনান আল-তিরমিযী: হাদীছগ্রন্থ সুনান তিরমযীর প্রথম এক তৃতীয়াংশে তার টীকা।
  • আল-মুহাল্লা: ইবনে হাযম রহঃ এর ফিকহ গ্রন্থের টীকা।
  • আল-আকিদাহ আত-তাহাউইহ: তার সম্পাদিত ও টীকাসহ ইমাম তাহাউইহ রহঃ বিখ্যাত আকিদাহ বিষয়ক গ্রন্থ।
  • 'উমায আল-তাফসীর: তাফসীর ইবনে কাসিরের সারাংশ; অসম্পূর্ণ।

অতিরিক্ত সূত্র

[সম্পাদনা]