আহমাদাবাদ জেলা (পশতু: احمدآبا ولسوالۍ, ফার্সি: ولسوالی احمدآبا) আফগানিস্তানের পাক্তিয়া প্রদেশের একটি জেলা। এটি পাক্তিয়ার প্রাদেশিক রাজধানী গার্ডেজের পূর্ব অঞ্চলে অবস্থিত। আহমাদাবাদ জেলা ২০০৫ সালে সাইদ করম জেলার অংশ হিসেবে গঠন করা হয়েছিল।
আফগানিস্তানের পাক্তিয়া প্রদেশের অঞ্চল বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |