আহমেদ ওয়াসিম রাজিক

আহমেদ ওয়াসিম
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম আহমেদ ওয়াসিম রাজিক
জন্ম (1994-09-13) ১৩ সেপ্টেম্বর ১৯৯৪ (বয়স ৩০)
জন্ম স্থান বার্লিন, জার্মানি
উচ্চতা ১.৭৮ মিটার (৫ ফুট ১০ ইঞ্চি)
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
আপ কান্ট্রি
যুব পর্যায়
রট-ভাইস নয়কলন
তাসমানিয়া বার্লিন
0000–২০১১ টেনিস বরুসিয়া বার্লিন
২০১১–২০১৩ ইউনিয়ন বার্লিন
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১২–২০১৫ ইউনিয়ন বার্লিন ২ ৩৪ (৯)
২০১৩–২০১৪ ইউনিয়ন বার্লিন (০)
২০১৫–২০১৭ মাকডেবুর্গ ৩৬ (৪)
২০১৭–২০১৮ রট-ভাইস এরফুর্ট ২৯ (৩)
২০১৯–২০২০ বার্লিনার ১২ (২)
২০২১– আপ কান্ট্রি ১২ (২)
জাতীয় দল
২০১৯– শ্রীলঙ্কা (২)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১১:২৫, ১৩ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১১:২৫, ১৩ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

আহমেদ ওয়াসিম রাজিক (ইংরেজি: Ahmed Waseem Razeek; জন্ম: ১৩ সেপ্টেম্বর ১৯৯৪; আহমেদ ওয়াসিম নামে সুপরিচিত) হলেন একজন জার্মান-শ্রীলঙ্কান পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে শ্রীলঙ্কান ক্লাব আপ কান্ট্রি এবং শ্রীলঙ্কা জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় এবং ডান পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

জার্মান ফুটবল ক্লাব রট-ভাইস নয়কলনের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে ওয়াসিম ফুটবল জগতে প্রবেশ করেছেন এবং পরবর্তীকালে তাসমানিয়া বার্লিন, টেনিস বরুসিয়া বার্লিন এবং ইউনিয়ন বার্লিনের যুব দলের হয়ে খেলার মাধ্যমে তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ২০১২–১৩ মৌসুমে, প্রথমে ইউনিয়ন বার্লিন ২ এবং পরবর্তীকালে ইউনিয়ন বার্লিনের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন; ইউনিয়ন বার্লিনের হয়ে মাত্র এক মৌসুমে ১ ম্যাচে অংশগ্রহণ করার পর ২০১৫–১৬ মৌসুমে তিনি মাকডেবুর্গে যোগদান করেছেন। মাকডেবুর্গে দুই মৌসুম অতিবাহিত করার পর রট-ভাইস এরফুর্টের সাথে চুক্তি স্বাক্ষর করেছেন, যেখানে তিনি সকল প্রতিযোগিতায় ৩০ ম্যাচে ৩টি গোল করেছেন। পরবর্তীকালে, তিনি বার্লিনারের হয়ে খেলেছেন। ২০২০–২১ মৌসুমে, তিনি বার্লিনার হতে শ্রীলঙ্কান ক্লাব আপ কান্ট্রিতে যোগদান করেছেন।

২০১৯ সালে, ওয়াসিম শ্রীলঙ্কার হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; শ্রীলঙ্কার জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৫ ম্যাচে ২টি গোল করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

আহমেদ ওয়াসিম রাজিক ১৯৯৪ সালের ১৩ই সেপ্টেম্বর তারিখে জার্মানির বার্লিনে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

২০১৯ সালের ১৯শে নভেম্বর তারিখে, ২৫ বছর, ২ মাস ও ৬ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী ওয়াসিম তুর্কমেনিস্তানের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে শ্রীলঙ্কার হয়ে অভিষেক করেছেন।[] তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন;[] ম্যাচে তিনি ২১ নম্বর জার্সি পরিধান করে কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[] ম্যাচটি তুর্কমেনিস্তান ২–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[] শ্রীলঙ্কার হয়ে অভিষেকের বছরে ওয়াসিম মাত্র ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন। জাতীয় দলের হয়ে অভিষেকের ১ বছর, ৬ মাস ও ১৭ দিন পর, শ্রীলঙ্কার জার্সি গায়ে প্রথম গোলটি করেছেন;[][] ২০২১ সালের ৫ই জুন তারিখে, লেবাননের বিরুদ্ধে ম্যাচের ১০ম মিনিটে কবিন্দু ঈশানের অ্যাসিস্ট হতে শ্রীলঙ্কার প্রথম গোলটি করার মাধ্যমে তিনি আন্তর্জাতিক ফুটবলে তার প্রথম গোলটি করেছেন।[]

পরিসংখ্যান

[সম্পাদনা]

আন্তর্জাতিক

[সম্পাদনা]
১৩ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
শ্রীলঙ্কা ২০১৯
২০২০
২০২১
সর্বমোট

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Turkmenistan vs. Sri Lanka - 19 November 2019"Soccerway। ১৯ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২১ 
  2. "Lebanon - Sri Lanka, Jun 5, 2021 - World Cup qualification Asia - Match sheet"Transfermarkt (ইংরেজি ভাষায়)। ৫ জুন ২০২১। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২১ 
  3. "Turkmenistan - Sri Lanka 2:0 (WC Qualifiers Asia 2019-2021, 2nd Round Group H)"worldfootball.net (ইংরেজি ভাষায়)। ২৭ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২১ 
  4. Strack-Zimmermann, Benjamin (১৯ নভেম্বর ২০১৯)। "Turkmenistan vs. Sri Lanka (2:0)"National Football Teams। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২১ 
  5. "Lebanon vs. Sri Lanka - 5 June 2021"Soccerway। ৫ জুন ২০২১। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২১ 
  6. "Lebanon - Sri Lanka 3:2 (WC Qualifiers Asia 2019-2021, 2nd Round Group H)"worldfootball.net (ইংরেজি ভাষায়)। ২৭ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২১ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]