![]() ২০১৬ সালে জাপানের হয়ে কোবাইয়াশি | |||
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
জন্ম | ২৩ সেপ্টেম্বর ১৯৮৭ | ||
জন্ম স্থান | টোকিও, জাপান | ||
উচ্চতা | ১.৭৮ মিটার (৫ ফুট ১০ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | আক্রমণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | কাওয়াসাকি ফ্রোন্তালে | ||
জার্সি নম্বর | ১১ | ||
যুব পর্যায় | |||
২০০৬–২০০৯ | তাকুশোকু বিশ্ববিদ্যালয় | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০০৮ | → মিতো হলিহক (ধার) | ৫ | (০) |
২০১০– | কাওয়াসাকি ফ্রোন্তালে | ৩২৪ | (১২৯) |
জাতীয় দল‡ | |||
২০১৪–২০১৮ | জাপান | ১৪ | (২) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৬:২৭, ২৭ মার্চ ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৬:২৭, ২৭ মার্চ ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
ইউ কোবাইয়াশি (জাপানি: 小林 悠, ইংরেজি: Yu Kobayashi; জন্ম: ২৩ সেপ্টেম্বর ১৯৮৭) হলেন একজন জাপানি পেশাদার ফুটবল খেলোয়াড়।[১] তিনি বর্তমানে জাপানের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর জে১ লিগের ক্লাব কাওয়াসাকি ফ্রোন্তালের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[২][৩] তিনি মূলত কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
কোবাইয়াশি ২০১৪ সালে জাপানের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; জাপানের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১৪ ম্যাচে ২টি গোল করেছেন।
ইউ কোবাইয়াশি ১৯৮৭ সালের ২৩শে সেপ্টেম্বর তারিখে জাপানের টোকিওতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
২০১৪ সালের ১০ই অক্টোবর তারিখে, ২৭ বছর ও ১৭ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী কোবাইয়াশি জ্যামাইকার বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে জাপানের হয়ে অভিষেক করেছেন।[৪] উক্ত ম্যাচের ৫৯তম মিনিটে আক্রমণভাগের খেলোয়াড় শিনজি ওকাজাকির বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন;[৫] ম্যাচে তিনি ১৯ নম্বর জার্সি পরিধান করে কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[৬] ম্যাচটি জাপান ১–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৭] জাপানের হয়ে অভিষেকের বছরে কোবাইয়াশি সর্বমোট ২ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
জাপান | ২০১৪ | ২ | ০ |
২০১৬ | ৬ | ০ | |
২০১৭ | ৩ | ২ | |
২০১৮ | ৩ | ০ | |
সর্বমোট | ১৪ | ২ |