ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | ইউই ওহাশি | |||||||||||||||||
জাতীয় দল | জাপান | |||||||||||||||||
জন্ম | হিকোনে, জাপান | ১৮ অক্টোবর ১৯৯৫|||||||||||||||||
উচ্চতা | ১.৭৩ মিটার (৫ ফুট ৮ ইঞ্চি) | |||||||||||||||||
ক্রীড়া | ||||||||||||||||||
ক্রীড়া | সাঁতার | |||||||||||||||||
ধরন | মেডলি | |||||||||||||||||
ক্লাব | ইতোমান তোশিন | |||||||||||||||||
কলেজ দল | তোয়ো বিশ্ববিদ্যালয় | |||||||||||||||||
পদকের তথ্য
|
ইউই ওহাশি (জাপানি: 大橋 悠依; জন্ম: ১৮ অক্টোবর ১৯৯৫) হলেন একজন জাপানি সাঁতারু। তিনি ২০২০ সালে জাপানের টোকিওতে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন অলিম্পিকে জাপানের প্রতিনিধিত্ব করেছেন[১] এবং সাঁতারের নারীদের ৪০০ মিটার ব্যক্তিগত মেডলি[২][৩][৪][৫] এবং নারীদের ২০০ মিটার ব্যক্তিগত মেডলি বিভাগে স্বর্ণ পদক জয়লাভ করেছেন।[৬][৭][৮][৯]
তিনি প্রথম জাপানি নারী হিসেবে ২০১৭ বিশ্ব অ্যাকোয়াটিক্স চ্যাম্পিয়নশিপে নারীদের ২০০ মিটার ব্যক্তিগত মেডলি বিভাগে ২:০৮-বাধার নীচে ডুব দিয়েছিলেন এবং ২:০৭.৯১-এর জাতীয় রেকর্ড নিয়ে সাঁতার শেষ করেছিলেন।[১০][১১][১২][১৩]