![]() | |||||||
| |||||||
প্রতিষ্ঠাকাল | ২০১০[১] | ||||||
---|---|---|---|---|---|---|---|
কার্যক্রম শুরু | ১৭ জুলাই ২০১৪ | ||||||
হাব | শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (ঢাকা) | ||||||
ফোকাস শহর | শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর | ||||||
বিমানবহরের আকার | ১৬ | ||||||
গন্তব্য | ১৯ | ||||||
প্রধান কোম্পানি | ইউএস-বাংলা গ্রুপ[২] | ||||||
প্রধান কার্যালয় | ৭৭ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা কূটনৈতিক অঞ্চল, ঢাকা-১২১২, বাংলাদেশ[৩] | ||||||
গুরুত্বপূর্ণ ব্যক্তি |
| ||||||
ওয়েবসাইট | www |
ইউএস-বাংলা এয়ারলাইন্স বাংলাদেশের সর্ববৃহৎ বেসরকারি বিমান সংস্থা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর পর দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশী বিমান সংস্থা।
বিমান সংস্থাটি ২০১৪ সালের ১৭ জুলাই সর্ব প্রথম দুইটি উড়োজাহাজ দিয়ে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার মাধ্যমে তাদের কার্যক্রম শুরু করে।[৪] এটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত ইউএস-বাংলা গ্রুপের একটি সহায়ক প্রতিষ্ঠান।[২] অভ্যন্তরীণ যোগাযোগে বাংলাদেশের উত্তরাঞ্চলের সৈয়দপুর ও দক্ষিণের চট্টগ্রামের মধ্যে ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর উদ্বোধনী ফ্লাইট চালু করে।[৫]
ইউএস-বাংলা এয়ারলাইন্স প্রাথমিক ভাবে দুইটি অভ্যন্তরীণ গন্তব্য, ঢাকা থেকে চট্টগ্রাম এবং যশোর এ যাত্রীসেবার মাধ্যমে পথচলা শুরু করে। ডিসেম্বর ২০২২ অনুযায়ী ইউএস-বাংলা এয়ারলাইন্স নিম্নোক্ত গন্তব্যে নিয়মিত ফ্লাইট চালনা করছে [৬][৭] ১৯ নভেম্বর ২০২১ ইউএস-বাংলা দশম আন্তর্জাতিক গন্তব্য হিসেবে মালদ্বীপের রাজধানী মালেতে তাদের বিমান চলাচল শুরু করে।[৮][৯]
ইউএস-বাংলা এয়ারলাইন্স যশোর থেকে খুলনার যাত্রীদের জন্য আধুনিক ৪২ আসনের সংযোগ বাস সার্ভিসের ব্যবস্থা রেখেছে । এই বাসে ওয়াইফাই সুবিধা রয়েছে। [১২] এছাড়া সৈয়দপুর বিমানবন্দরে বিনামূল্যে সৈয়দপুর থেকে ঠাকুরগাঁও, দিনাজপুর ও রংপুর রুটে যাত্রীদের পরিবহন সুবিধা রয়েছে [১৩][১৪]
ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত ইউএস-বাংলা এয়ারলাইন্স নিম্নোক্ত ১৮টি বিমান দিয়ে ফ্লাইট পরিচালনা করছে।[১৫][১৬][১৭][১৮][১৯]
বিমান | সেবায় নিয়োজিত | ফরমায়েশ | যাত্রী | নোট | ||
---|---|---|---|---|---|---|
বি | ই | মোট | ||||
এয়ারবাস এ৩২১এলআর | - | ৮ | - | - | - | |
এয়ারবাস এ৩৩০-২০০ | - | ১ | - | - | - | [২১] |
এয়ারবাস এ৩৩০-৩০০ | - | ১ | - | - | - | [২১] |
এটিয়ার ৭২-৬০০ | ৭ | ৮ | — | ৭২ | ৭২ | ৪টি বিমান জুন ২০২৩শে সংযুক্ত হবে।[২২][২৩] |
বোয়িং ৭৩৭-৮০০ | ৮ | ১ | ৮ | ১৫৬ | ১৬৪ | [২৩] |
বোয়িং ৭৩৭ ম্যক্স ৮ | - | ১ | - | - | - | [২৪] |
ডি হ্যাভিল্যান্ড কানাডা ড্যাশ ৮-৪০০ | ৩ | - | - | ৭৮ | ৭৮ | |
মোট | ১৮ | ১৬ |