সংস্থার রূপরেখা | |
---|---|
গঠিত | ৩ নভেম্বর ১৯৬১ |
পূর্ববর্তী সংস্থা | |
সদর দপ্তর | রোনাল্ড রিগান ভবন ওয়াশিংটন, ডি.সি. |
নীতিবাক্য | "মার্কিনদের থেকে" |
কর্মী | ৩,৮৯৩ মার্কিন কর্মী (২০১৬ অর্থ বছর)[১] |
বার্ষিক বাজেট | $২৭.২ বিলিয়ন (২০১৬ অর্থ বছরের সম্পদ)[২] |
সংস্থা নির্বাহী | |
ওয়েবসাইট | usaid |
পাদটীকা | |
[৩] |
ইউ. এস. এইড (United States Agency for International Development or USAID) মার্কিন সরকারের অধীন একটি বেসামরিক বৈদেশিক সাহায্য প্রদানকারী সংস্থা। এটি মার্কিন সেক্রেটারি অফ স্টেট-এর নির্দেশনায় পরিচালিত হয়।
কংগ্রেস ১৯৬১ সালের ৪ সেপ্টেম্বর ফরেন অ্যাসিস্টেন্ট অ্যাক্ট চালু করে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা প্রোগ্রাম নামে স্বীকৃতি লাভ করে এবং অর্থনৈতিক সহায়তার লক্ষ্যে ম্যান্ডেট জারি করে। ইউএসএইড রাষ্ট্রপতি জন এফ কেনেডির নির্বাহী আদেশবলে প্রতিষ্ঠিত হয়। কেনেডি কয়েকটি বিদ্যমান বৈদেশিক সহায়তা সংস্থাকে একটি এজেন্সির অধীনে একত্রিত করার লক্ষ্যে এই আদেশ প্রদান করেন।[৪] পরবর্তীতে ইউএসএইড মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম বিদেশি সহায়তা সংস্থা হয়ে ওঠে যাদের প্রধান লক্ষ্য ছিল দীর্ঘ মেয়াদি আর্থ-সামাজিক উন্নয়ন।
ইউএসএইডের বিকেন্দ্রীভূত নেটওয়ার্ক নিম্ন আয়ের দেশসমূহে বিভিন্ন লক্ষ্যে সহযোগিতা প্রদান করে থাকে।[৫]