ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
জন্ম | ৭ নভেম্বর ১৯৯৮ | ||
জন্ম স্থান | কানাগাওয়া প্রশাসনিক অঞ্চল, জাপান | ||
উচ্চতা | ১.৭০ মিটার (৫ ফুট ৭ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | আক্রমণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | কাশিওয়া রেইসোল | ||
জার্সি নম্বর | ৯ | ||
যুব পর্যায় | |||
২০০৭–২০১০ | রিউতসু কেইজাই বিশ্ববিদ্যালয় | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১১–২০১৪ | ভেগালতা সেন্দাই | ৭০ | (৬) |
২০১৫–২০২১ | উরাওয়া রেড ডায়মন্ডস | ১৯৭ | (৪১) |
২০২১– | কাশিওয়া রেইসোল | ১৩ | (০) |
জাতীয় দল‡ | |||
২০১৫ | জাপান | ২ | (২) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৫:১৯, ১৬ এপ্রিল ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৫:১৯, ১৬ এপ্রিল ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
ইউকি মুতো (জাপানি: 武藤 雄樹, ইংরেজি: Yuki Muto; জন্ম: ৭ নভেম্বর ১৯৯৮) হলেন একজন জাপানি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে জাপানের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর জে১ লিগের ক্লাব কাশিওয়া রেইসোল এবং জাপান জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[১][২][৩] তিনি মূলত দ্বিতীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
ইউকি ২০১৫ সালে জাপানের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; জাপানের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ২ ম্যাচে ২টি গোল করেছেন।
ইউকি মুতো ১৯৯৮ সালের ৭ই নভেম্বর তারিখে জাপানের কানাগাওয়া প্রশাসনিক অঞ্চলে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
২০১৫ সালের ২রা আগস্ট তারিখে, ১৬ বছর, ৮ মাস ও ২৬ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী ইউকি উত্তর কোরিয়ার বিরুদ্ধে অনুষ্ঠিত ২০১৫ ইএএফএফ পূর্ব এশীয় কাপের ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে জাপানের হয়ে অভিষেক করেছেন।[৪][৫] তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন;[৬] ম্যাচে তিনি ১৮ নম্বর জার্সি পরিধান করে দ্বিতীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[৭] ম্যাচটি উত্তর কোরিয়া ২–১ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৮] জাপানের হয়ে অভিষেকের বছরে ইউকি সর্বমোট ২ ম্যাচে ২টি গোল করেছেন।
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
জাপান | ২০১৫ | ২ | ২ |
সর্বমোট | ২ | ২ |