ইউকে র্যাপিড টেস্ট কনসোর্টিয়াম (সংক্ষেপে ইউকে-আরটিসি) হলো যুক্তরাজ্যে কোভিড-১৯-এর পার্শ্বিক প্রবাহ ত্বরিত পরীক্ষা পরিচালনার জন্য গঠিত একটি শিল্পগোষ্ঠী। ত্বরিত পরীক্ষা (র্যাপিড টেস্ট) প্রযুক্তি হলো কোভিড-১৯-এর এক ধরনের নিশ্চায়ক পরীক্ষা। বিদ্যমান পিসিআর প্রভৃতি প্রযুক্তির চেয়ে বেশি সুবিধাজনক কোভিড-১৯ পরীক্ষার প্রযুক্তি উদ্ভাবনে যুক্তরাজ্য সরকারের বিনিয়োগের ফলে মূলত এই প্রযুক্তি উদ্ভাবিত হয়। অ্যাবিংডন হেলথ, বিবিআই সলিউশনস, সিআইজিএ হেলথকেয়ার, ওমেগা ডায়াগনস্টিকস ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এর সদস্য।[১][২]
২০২০ সালে কনসোর্টিয়াম যুক্তরাজ্য সরকারের দ্রুত পরীক্ষণ দ্রবণের চাহিদা পূরণের জন্য এবিসি-১৯ দ্রুত অ্যান্টিজেন পরীক্ষা উদ্ভাবন করে।[২] ২০২০ সালেএ অক্টোবরে সরকার কনসোর্টিয়ামের ১ মিলিয়ন দ্রুত পরীক্ষণ কিটের ক্রয়াদেশ দেয়।[৩]
সিআইজিএ হেলথকেয়ার এর মজুদ ও বিতরণের দায়িত্বে রয়েছে। সম্প্রতি এফডিএর অনুমোদন পাওয়ার পর এটি বিতরণের অনুমতিও পেয়েছে।[৪]
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |