ইউটিসি−১২:০০

ইউটিসি−১২:০০
  ইউটিসি−১২:০০ ~ ১৮০ ডিগ্রি পশ্চিম – সারা বছর


(পিছনে) ইউটিসি + (সামনে)
১২ ১১ ১০ ০৯ ০৮ ০৭ ০৬ ০৫ ০৪ ০৩ ০২ ০১ ০০ ০১ ০২ ০৩ ০৪ ০৫ ০৬ ০৭ ০৮ ০৯ ১০ ১১ ১২ ১৩ ১৪
০৯
৩০
০৪
৩০
০৩
৩০
০৩
৩০
০৪
৩০
০৫
৩০
০৬
৩০
০৮
৩০
০৯
৩০
১০
৩০
১১
৩০
০৫
৪৫
১২
৪৫
দিবালোক সংরক্ষণ সময় অঞ্চলসমূহ একটি গাঢ় ছায়াবৃত ব্যবহার করছে।
ভিত্তির রং মান সময় প্রদর্শন করছে।
মধ্যরেখা
কেন্দ্রীয়১৮০ ডিগ্রি পশ্চিম
পশ্চিমা সীমান্ত (নটিক্যাল)১৭২.৫ ডিগ্রি পূ
পূর্বাঞ্চলীয় সীমান্ত (নটিক্যাল)১৭২.৫ ডিগ্রি প
অন্যান্য
তারিখ-সময় গ্রুপ (ডিটিজি)Y
বহিঃসংযোগ
ইউটিসি-১২: নীল (ডিসেম্বর), কমলা (জুন), হলুদ (সারা বছর ধরে), হালকা নীল - সমুদ্র অঞ্চলসমূহ

ইউটিসি−১২:০০ হল একটি সময় অঞ্চল, যা ইউটিসি থেকে ১২ ঘণ্টা পিছিয়ে।

মান সময় হিসেবে (সারাবছর)

[সম্পাদনা]

ওশেনিয়া

[সম্পাদনা]

আন্তর্জাতিক তারিখ রেখা পশ্চিম (IDLW) অনুসারে এই সময় অঞ্চলে অবস্থিত।

ইউটিসি−১২ ১৮০° এবং ১৭২°৩০′প দ্রাঘিমাংশের মধ্যে উচ্চ সমুদ্রপথে নটিক্যাল সময় অঞ্চল সমন্বয়ে গঠিত। এই অঞ্চলের স্থানীয় সময় বের করতে স্থানাংকিত আন্তর্জাতিক সময় থেকে বারো ঘণ্টা বিয়োগ করতে হয়। জাহাজে পঞ্জিকা দিবস নির্ধারণ করতে এই এই সময় ব্যবহার করা হয়।

ইউসি-১২ পর্যবেক্ষণকৃত সময় অঞ্চলের বৈশিষ্ট্য

[সম্পাদনা]

দ্রাঘিমারেখা সীমার মধ্যে অবস্থিত কিছু সংখ্যক অধ্যুষিত দ্বীপ এই সময় অঞ্চলের অর্ন্তভূক্ত। কিন্তু কোনো অঞ্চলেই ইউটিসি-১২ অনুসারে তারিখ এবং সময় নির্ধারণ করা হয় না।

আন্তর্জাতিক তারিখ রেখা পশ্চিম (IDLW) সময় অঞ্চল পৃথিবীতে শেষ স্থান উপস্থাপন করে যেখানে যেকোনো তারিখ বিদ্যমান হতে পারে। এটি কখনও কখনও পৃথিবীতে যে কোন স্থানে সময়সীমার জন্যে ব্যবহার করা হয়।

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]