ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
জন্ম | ১১ জুন ১৯৯৮ | ||
জন্ম স্থান | হিকোনে, জাপান | ||
উচ্চতা | ১.৭১ মিটার (৫ ফুট ৭+১⁄২ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | আক্রমণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | সাগান তোসু | ||
জার্সি নম্বর | ২৯ | ||
যুব পর্যায় | |||
কানেশিরো জুনিয়র হাই স্কুল | |||
জাপান ফুটবল অ্যাসোসিয়েশন | |||
২০১৪–২০১৬ | কিয়োতোতাচিবানা হাই স্কুল | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৭–২০১৮ | কিয়োতো সাঙ্গা | ৬৮ | (৩) |
২০১৯– | হোক্কাইদো কোন্সাদোলে | ৮ | (০) |
২০২০ | → শোনান বেলমারে (ধার) | ১৬ | (০) |
২০২১ | → ইউনাইটেড চিবা (ধার) | ১৬ | (০) |
২০২১– | সাগান তোসু | ৩৫ | (৩) |
জাতীয় দল‡ | |||
২০১৫ | জাপান অনূর্ধ্ব-১৭ | ১ | (০) |
২০১৫ | জাপান অনূর্ধ্ব-১৮ | ||
২০১৬ | জাপান অনূর্ধ্ব-১৯ | ৫ | (৩) |
২০১৭ | জাপান অনূর্ধ্ব-২০ | ৬ | (১) |
২০১৯ | জাপান অনূর্ধ্ব-২২ | ৪ | (২) |
২০১৮–২০১৯ | জাপান অনূর্ধ্ব-২৩ | ১১ | (৪) |
২০২২– | জাপান | ১ | (০) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০২:৩০, ৯ আগস্ট ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০২:৩০, ৯ আগস্ট ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
ইউতো ইওয়াসাকি (জাপানি: 岩崎 悠人, ইংরেজি: Yuto Iwasaki; জন্ম: ১১ জুন ১৯৯৮) হলেন একজন জাপানি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে জাপানের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর জে১ লিগের ক্লাব সাগান তোসু এবং জাপান জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[১][২] তিনি মূলত বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় এবং দ্বিতীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০১৫ সালে, ইওয়াসাকি জাপান অনূর্ধ্ব-১৭ দলের হয়ে জাপানের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ৫ বছর যাবত জাপানের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২২ সালে জাপানের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; জাপানের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
ইউতো ইওয়াসাকি ১৯৯৮ সালের ১১ই জুন তারিখে জাপানের হিকোনেতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
ইওয়াসাকি জাপান অনূর্ধ্ব-১৭, জাপান অনূর্ধ্ব-১৮, জাপান অনূর্ধ্ব-১৯, জাপান অনূর্ধ্ব-২০, জাপান অনূর্ধ্ব-২২ এবং জাপান অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে জাপানের প্রতিনিধিত্ব করেছেন।
২০২২ সালের ১৯শে জুলাই তারিখে, ২৪ বছর, ১ মাস ও ৮ দিন , ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী ইওয়াসাকি হংকংয়ের বিরুদ্ধে অনুষ্ঠিত ২০২২ ইএএফএফ ই-১ ফুটবল চ্যাম্পিয়নশিপের ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে জাপানের হয়ে অভিষেক করেছেন।[৩] উক্ত ম্যাচের ৬৪তম মিনিটে আক্রমণভাগের খেলোয়াড় তাকুমা নিশিমুরার বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন;[৪] ম্যাচে তিনি ১০ নম্বর জার্সি পরিধান করে বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[৫] ম্যাচটি জাপান ৬–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৬]
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
জাপান | ২০২২ | ১ | ০ |
সর্বমোট | ১ | ০ |