ব্যবহার | জাতীয় পতাকা |
---|---|
অনুপাত | ৩:৫, ১:২ |
গৃহীত | ১৮০১ |
অঙ্কন | The Cross of Saint Andrew counterchanged with the Cross of Saint Patrick, over all the Cross of Saint George. |
ইউনিয়ন জ্যাক[ক ১][১][২] একটি পরিভাষা ও যুক্তরাজ্যের পতাকা যাতে বিভিন্ন আড়াআড়ি দাগ রয়েছে। এটি যুক্তরাজ্যের জাতীয় পতাকা হিসেবে ইউনিয়ন ফ্ল্যাগ নামে পরিচিত। এছাড়াও, কমনওয়েলথভূক্ত রাজ্যে প্রাতিষ্ঠানিক কিংবা অর্ধ-প্রাতিষ্ঠানিক মর্যাদায় এ পতাকার ব্যবহার হয়। কানাডায় আইন প্রণয়ন করে এ পতাকাকে রয়্যাল ইউনিয়ন ফ্ল্যাগ হিসেবে চিত্রিত করা হয়েছে।[৩]
১৬০৬ সালে গ্রেট ব্রিটেনের প্রথমদিককার পতাকা প্রবর্তিত হয়। ১২ এপ্রিল, ১৬০৬ তারিখে ইংল্যান্ড ও স্কটল্যান্ডে রাজকীয় সমনজারির মাধ্যমে নতুন পতাকা প্রদর্শন করে। ইংল্যান্ডের সাদা পটভূমিতে লাল দাগের ক্রস অব সেন্ট জর্জের সাথে স্কটল্যান্ডের নীল পটভূমিতে সাদা এক্স-আকৃতির আড়াআড়ি দাগের ক্রস অব সেন্ট অ্যান্ড্রু একীভূত হয়ে প্রথমবারের মতো ইউনিয়ন জ্যাক তৈরি করা হয়েছিল। মূলতঃ নৌ-চলাচলের উদ্দেশ্যে এ পতাকার প্রচলন করা হয়। আধুনিককালের ইউনিয়ন জ্যাকের নকশা ১৮০১ সালে তৈরি করা হয়। এতে আয়ারল্যান্ডের সাদা পটভূমির উপর লাল দাগের ক্রস অব সেন্ট প্যাট্রিক সংযুক্ত রয়েছে।[৪] এ পতাকায় তিনটি জাতীয় পতাকার বিষয়াবলীকে সংযুক্ত করা হয়েছে। অস্ট্রেলিয়া, ফিজি দ্বীপপুঞ্জ, নিউজিল্যান্ড এবং টুভালু সরকার তাদের পতাকা হিসেবে ইউনিয়ন জ্যাক ব্যবহার করে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের পাশাপাশি পাপুয়া নিউগিনি ও সামোয়া দেশগুলো এ পতাকায় তাদের দেশের দক্ষিণের ভৌগোলিক অঞ্চলকে চিহ্নিত করার জন্য দক্ষিণমুখী আড়াআড়ি দাগ দেয়।
২০১৩ সালে ফ্ল্যাগ ইনস্টিটিউট কর্তৃক ইউনিয়ন জ্যাকের অতীত ইতিহাস অণুসন্ধান করে জানায় যে, এর সঠিক ব্যবহার কেবলমাত্র নৌ-চলাচলে ব্যবহার করা হয়।[৫][ক ২]
বহিঃস্থ চিত্র | |
---|---|
The Cross of Saint Andrew. 26 September 2009. By cthonus Accessed 2009-12-30. | |
The Cross of Saint George. 11 June 2006. By Two Thumbs. Accessed 2009-12-30. | |
Scottish Union Flag. 2 June 2009. By boongiepam. Accessed 2009-12-16. | |
"English/British Union Flag"। ২৯ মার্চ ২০০৮। ১৮ ফেব্রুয়ারি ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৫-০৪। By dr.nic[অকার্যকর সংযোগ]. Accessed 2009-12-31. | |
The Cross of Saint Patrick. 17 March 2007. By tim ellis. Accessed 2009-12-30. | |
United Kingdom Union Flag. 15 July 2009. By leegibb13. Accessed 2009-12-16. |