![]() | ||||
পূর্ণ নাম | ইউনিয়ন দেপোর্তিভা আলমেরিয়া এস.এ.ডি. | |||
---|---|---|---|---|
ডাকনাম | রোহিব্লাকোস, লা ইউনিয়ন, আলমেরিয়েনসিসতাস, ইউডিএ, ইন্দালিকোস | |||
প্রতিষ্ঠিত | ২৬ জুলাই ১৯৮৯ | |||
মাঠ | উয়েগোস মেদিতেররানেওস, আলমেরিয়া, আন্দালুসিয়া, স্পেন | |||
ধারণক্ষমতা | ১৫,২৯৪[১] | |||
মালিক | ![]() | |||
সভাপতি | ![]() | |||
প্রধান কোচ | ![]() | |||
লিগ | লা লিগা | |||
২০২২–২৩ | ১৭তম | |||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | |||
| ||||
ইউনিয়ন দেপোর্তিভা আলমেরিয়া এস.এ.ডি. (স্পেনীয় উচ্চারণ: [uˈnjon depoɾˈtiβ(a) almeˈɾi.]; সাধারণত ইউডি আলমেরিয়া অথবা শুধুমাত্র আলমেরিয়া নামে পরিচিত) হচ্ছে আলমেরিয়া ভিত্তিক একটি স্পেনীয় পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে স্পেনের শীর্ষ স্তরের ফুটবল লিগ লা লিগায় খেলে। এই ক্লাবটি ১৯৮৯ সালের ২৬শে জুলাই তারিখে আলমেরিয়া ক্লাব দে ফুটবল নামে প্রতিষ্ঠিত হয়েছে।[২] ইউডি আলমেরিয়া তাদের সকল হোম ম্যাচ আলমেরিয়ার উয়েগোস মেদিতেররানেওসে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ১৫,০০০।[৩][৪] বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন গাইসকা গারিতানো এবং সভাপতির দায়িত্ব পালন করছেন তুর্কি আল-শেখ। স্পেনীয় মধ্যমাঠের খেলোয়াড় সেসার দে লা ওজ এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।