ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
জন্ম | ২৫ ফেব্রুয়ারি ১৯৯০ | ||
জন্ম স্থান | আভিগন, ফ্রান্স | ||
উচ্চতা | ১.৭৭ মি (৫ ফু ১০ ইঞ্চি)[১] | ||
মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | গালাতাসারায় | ||
জার্সি নম্বর | ১০ | ||
যুব পর্যায় | |||
১৯৯৭–১৯৯৮ | আরসি আরামোনায়েস | ||
১৯৯৮–২০০৩ | এমজেসি আভিগন | ||
২০০৩–২০০৯ | মন্তপিলিয়ের | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০০৯–২০১৩ | মন্তপিলিয়ের | 127 | (26) |
২০১৩–২০১৭ | ডায়নামো কিভ | 56 | (8) |
২০১৬ | → শালকে ০৪ (ধার) | 15 | (2) |
২০১৬–২০১৭ | → নিস (ধার) | 31 | (3) |
২০১৭– | গালাতাসারায় | 29 | (3) |
জাতীয় দল‡ | |||
২০১০ | ফ্রান্স অনূর্ধ্ব-২০ | ৪ | (০) |
২০১০– | মরক্কো | ৪৪ | (৩) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৩ এপ্রিল ২০১৮ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১১ এপ্রিল ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক। |
ইউনেস বেলহান্দা (জন্মছ ২৫ ফেব্রুয়ারি ১৯৯০) হলেন ফ্রান্সে জন্মগ্রহণকারী মরক্কোর একজন পেশাদার ফুটবলার, যিনি তুর্কি ক্লাব গালাতাসারায় এবং মরক্কো জাতীয় দলের হয়ে একজন মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০১৮ সালের ১৭শে মে তারিখে, তিনি রাশিয়ায় অনুষ্ঠিত ২০১৮ ফিফা বিশ্বকাপের জন্য ঘোষিত ২৩ সদস্যের মরক্কো দলে স্থান পান।[২]
মরক্কী ফুটবল সম্পর্কিত জীবনী বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |