ইউরেমা ব্লান্ডা

থ্রি-স্পট গ্রাস ইয়ালো
Three-spot Grass Yellow
ডানা বন্ধ অবস্থায়
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: প্রাণীজগৎ
পর্ব: সন্ধিপদী
শ্রেণী: পতঙ্গ
বর্গ: লেপিডোপ্টেরা
পরিবার: Pieridae
গণ: Eurema
প্রজাতি: E. blanda
দ্বিপদী নাম
Eurema blanda
প্রতিশব্দ
  • Terias silhetana Wallace, 1867[]
  • Terias citrina Moore, [1881][]

থ্রি-স্পট গ্রাস ইয়ালো (বৈজ্ঞানিক নাম: Eurema blanda(Boisduval)) এক প্রজাতির মাঝারি আকারের হলুদ বর্নের প্রজাপতি।[]

প্রসারিত অবস্থায় থ্রি-স্পট গ্রাস ইয়ালো এর ডানার আকার ৪০-৪৫ মিলিমিটার দৈর্ঘ্যের হয়।[]

উপপ্রজাতি

[সম্পাদনা]

ভারতে প্রাপ্ত থ্রি-স্পট গ্রাস ইয়ালো এর উপপ্রজাতি হল-[]

  • Eurema blanda silhetana (Wallace, 1867) – Sylhet Three-spot Grass Yellow
  • Eurema blanda moorei (Butler, 1886) – Car Nicobar Three-spot Grass Yellow
  • Eurema blanda grisea (Evans, 1932) – South Nicobar Three-spot Grass Yellow

বিস্তার

[সম্পাদনা]

এই প্রজাতি ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং মায়ানমার এর বিভিন্ন অঞ্চলে দেখা যায়।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Bingham, C.T. (১৯০৭)। The Fauna of British India, Including Ceylon and BurmaII (1st সংস্করণ)। London: Taylor and Francis, Ltd.। পৃষ্ঠা 257–258। 
  2. Swinhoe, Charles (১৯০৫–১৯১০)। Lepidoptera Indica. Vol. VII। London: Lovell Reeve and Co.। পৃষ্ঠা 65–66। 
  3. Isaac, Kehimkar (২০১৬)। BHNS Field Guides Butterflies of India। Mumbai: Bombay Natural History Society। পৃষ্ঠা 176। আইএসবিএন 9789384678012 
  4. "Eurema blanda (Boisduval, 1836) - Three-spot Grass Yellow"Butterflies of India। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০২২