ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ক্লাব'স কাপ | |
---|---|
যে জন্য প্রদান করা হয় | উয়েফা চ্যাম্পিয়নস লীগ বিজয়ের জন্য |
উপস্থাপক | উয়েফা |
ইতিহাস | |
প্রথম পুরস্কার | ১৯৫৬ (বর্তমান নকশায় ১৯৬৭ সাল হতে) |
শেষ পুরস্কার | ২০১৮ |
সর্বোচ্চ বিজয়ী | রিয়াল মাদ্রিদ (১৩) |
সর্বশেষ | রিয়াল মাদ্রিদ |
ওয়েবসাইট | উয়েফা.কমে শিরোপা |
ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ক্লাব'স কাপ (কুপ দেস ক্লাবস চ্যাম্পিয়নস ইউরোপিয়ানস অথবা কেবল ইউরোপিয়ান কাপ নামেও পরিচিত) হচ্ছে উয়েফা দ্বারা আয়োজিত প্রতিযোগিতা, উয়েফা চ্যাম্পিয়নস লীগ বিজয়ী ফুটবল ক্লাবকে প্রদানকৃত বার্ষিক পুরস্কার। ১৯৯২–৯৩ মৌসুমে পর পুনঃনামকরণের পূর্বে এই শিরোপাটি ইউরোপিয়ান কাপ নামে অধিক পরিচিত ছিল।
বেশ কয়েকটি ক্লাব এই পুরস্কারের আসল শিরোপাটি ঘরে তুলতে সক্ষম হয়েছে। যে ক্লাব ৫ বার এটি জয়লাভ করতে পারে অথবা টানা ৩ বার জয়লাভ করতে পারে, সেই ক্লাবকে এর আসল শিরোপাটি দেওয়া হয়। আসল শিরোপা প্রদানের পরবর্তী মৌসুমে আবার নতুন করে শিরোপা তৈরি করা হয়।[১][২][৩]