ইউরোপিয়ান্স ক্রিকেট দল

ইউরোপিয়ান্স ক্রিকেট দল একটি ভারতীয় প্রথম-শ্রেণীর ক্রিকেট দল ছিল যা বার্ষিক বোম্বে টুর্নামেন্ট এবং লাহোর টুর্নামেন্টে অংশ নিয়েছিল। দলটি বোম্বেতে ইউরোপীয় সম্প্রদায়ের সদস্যদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল যারা বোম্বে জিমখানায় ক্রিকেট খেলতেন।[][][]

ইউরোপিয়রা ১৮৭৭ সালে বোম্বে টুর্নামেন্টের শুরু থেকেই জড়িত ছিল। বোম্বে টুর্নামেন্টে তারা সর্বপ্রথম পার্সি ক্রিকেট দলের বিরুদ্ধে একটি দুই দিনের ম্যাচ খেলেছিল। এই সময়ে, প্রতিযোগিতাটি প্রেসিডেন্সি ম্যাচ নামে পরিচিত ছিল। দলটি ১৮৯২ থেকে ১৯৪৮ পর্যন্ত প্রথম-শ্রেণীর ম্যাচ খেলেছে।[][]

মাদ্রাজ প্রেসিডেন্সির ইউরোপিয় ক্রিকেটারদের নিয়ে গঠিত একটি ইউরোপিয় দলও ছিল যারা মাদ্রাজ প্রেসিডেন্সি ম্যাচ খেলেছিল।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. বসন্ত রাইজি, ইন্ডিয়াস হ্যাম্বলডন মেন, টাইবি প্রেস, ১৯৮৬
  2. মিহির বোস, এ হিস্টরি অব ইন্ডিয়ান ক্রিকেট, আন্দ্রে ডয়েচ, ১৯৯০
  3. রামচন্দ্র গুহ, এ কর্নার অব এ ফরেন ফিল্ড - এন ইন্ডিয়ান হিস্টরি অব এ ব্রিটিশ স্পোর্ট, পিকাডর, ২০০১

বহিঃসংযোগ

[সম্পাদনা]