সংক্ষেপে | ইপিবিএফ |
---|---|
গঠিত | নভেম্বর ১৯৭৮ |
সদরদপ্তর | ব্রুনসাম, নেদারল্যান্ডস |
যে অঞ্চলে | ইউরোপ |
দাপ্তরিক ভাষা | ইংরেজি[১] |
প্রেসিডেন্ট | Gre Leenders |
সম্পৃক্ত সংগঠন | ওয়ার্ল্ড পুল অ্যাসোসিয়েশন |
ওয়েবসাইট | www |
ইউরোপীয় পকেট বিলিয়ার্ড ফেডারেশন - ইপিবিএফ (ইংরেজি: European Pocket Billiard Federation) হল ইউরোপের পকেট বিলিয়ার্ড নিয়ন্ত্রণকারী সংস্থা। এটি ওয়ার্ল্ড পুল-বিলিয়ার্ড অ্যাসোসিয়েশনের (ডাব্লুপিএ) ইউরোপীয় অঞ্চলের সদস্যদের নিয়ে গঠিত। সংস্থাটির সদর দপ্তর নেদারল্যান্ডসে অবস্থিত।
১৯৮০ সাল থেকেই ফেডারেশনটি ইউরোপীয় পুল চ্যাম্পিয়নশিপ আয়োজন করে আসছে।[২] এছাড়া, ১৯৯৯ সালে সংস্থাটি ইউরো ট্যুর ইভেন্টগুলোর প্রচলন করে।[৩][৪]
১৯৭৮ সালে জার্মানি (ডিবিইউ) ও সুইডেনের (এসবিএফ) বিলিয়ার্ড সংস্থাকে নিয়ে ইপিবিএফ গঠিত হয়। এরপর ১৯৮০ সালে সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, লিচটেনস্টাইন এবং নেদারল্যান্ডস তাদের সাথে যোগ দেয়। বর্তমানে এর সদস্য সংখ্যা ৩০-এর অধিক।[৫]
জানুয়ারি ২০১৮-এর হিসাব অনুযায়ী[হালনাগাদ] ইপিবিএফ এর সদস্য রাষ্ট্রগুলো হলো:[৬][৭]