ব্যক্তিগত তথ্য | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | জুলিয়া আন্দ্রেইভানা ইফিমোভা | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
জাতীয়তা | রাশিয়া | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
জন্ম | গ্রোজনি, চেচনিয়া, রাশিয়া | ৩ এপ্রিল ১৯৯২||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
উচ্চতা | ১.৭৮ মি (৫ ফু ১০ ইঞ্চি)[১] | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ওজন | ৬৪ কেজি (১৪১ পা; ১০.১ স্টো)[১] | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ক্রীড়া | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ক্রীড়া | সাঁতার | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ধরন | ব্রেস্টস্ট্রোক | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ক্লাব | ভলগোদনস্ক সুইম ক্লাব | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
প্রশিক্ষক | ডেভিড সালো (ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
পদকের তথ্য
|
জুলিয়া আন্দ্রেইভানা ইফিমোভা (রুশ: Юлия Андреевна Ефимова; জন্ম: ৩ এপ্রিল, ১৯৯২) রোস্তভ ওব্লাস্টের বন্দর নগরী তাগানরগ থেকে আগত রুশ সাঁতারু।[২] ২০০৮ সালের বেইজিং অলিম্পিক[৩] এবং ২০১২ সালের লন্ডন অলিম্পিক আসরে রাশিয়া দলের পক্ষ হয়ে অলিম্পিক প্রতিযোগিতায় সাঁতারে অংশগ্রহণ করেন। তন্মধ্যে লন্ডন অলিম্পিকে ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ব্রোঞ্জপদক লাভ করেছিলেন।
২০১৩ সালে বার্সেলোনায় অনুষ্ঠিত ফিনা বিশ্ব সাঁতার প্রতিযোগিতায় ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে বিশ্বরেকর্ড গড়েন তিনি।[৪] এছাড়াও একই প্রতিযোগিতায় ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে স্বর্ণপদক জয় করেন ইফিমোভা।
রেকর্ড | ||
---|---|---|
পূর্বসূরী জেসিকা হার্ডি |
প্রমিলাদের ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে বিশ্বরেকর্ডধারী (লং কোর্স) ৩ আগস্ট, ২০১৩ - ৩ আগস্ট, ২০১৩ |
উত্তরসূরী রুটা মেইলুটাইট |
পূর্বসূরী মির্না জুকিচ |
প্রমিলাদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ইউরোপীয় রেকর্ডধারী (লং কোর্স) ২৭ জুলাই, ২০০৯ – ২৯ জুলাই, ২০১২ |
উত্তরসূরী রুটা মেইলুটাইট |
পূর্বসূরী নাদা হিজেল |
প্রমিলাদের ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ইউরোপীয় রেকর্ডধারী (লং কোর্স) ২ আগস্ট, ২০১২ - ২৯ মার্চ, ২০১৩ |
উত্তরসূরী রিকি মোলার-পেডারসেন |