মহামান্য তুন ইউসুফ ইসহাক يوسف بن اسحاق | |
---|---|
সিঙ্গাপুরের ১ম রাষ্ট্রপতি | |
কাজের মেয়াদ ৯ আগস্ট, ১৯৬৫ – ২৩ নভেম্বর, ১৯৭০ | |
প্রধানমন্ত্রী | লি কুয়ান ইউ (১৯৫৯–১৯৯০) |
পূর্বসূরী | নতুন পদ (পূর্বে ইয়াং ডাই-পারতুয়ান নেগারা ছিলেন) |
উত্তরসূরী | বেঞ্জামিন হেনরি শিয়ার্স |
২য় ইয়াং ডাই-পারতুয়ান নেগারা অব সিঙ্গাপুর | |
কাজের মেয়াদ ৩ ডিসেম্বর, ১৯৫৯ – ৯ আগস্ট, ১৯৬৫ | |
পূর্বসূরী | স্যার উইলিয়াম অলমন্ড কডরিংন গুড |
উত্তরসূরী | পদ বিলুপ্ত |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ইউসুফ বিন ইসহাক ১২ আগস্ট ১৯১০ তেরং, তাইপিং, পেরাক, ফেডারেটেড মালয় স্টেটস (বর্তমনে - মালয়েশিয়া) |
মৃত্যু | ২৩ নভেম্বর ১৯৭০ সিঙ্গাপুর | (বয়স ৬০)
সমাধিস্থল | ক্রাঞ্জি স্টেট সিমেট্রি |
জাতীয়তা | সিঙ্গাপুরী |
দাম্পত্য সঙ্গী | তোহ পুয়ান নূর আয়শা |
প্রাক্তন শিক্ষার্থী | প্রাথমিক বিদ্যালয়: ভিক্টোরিয়া ব্রিজ স্কুল মাধ্যমিক বিদ্যালয়: র্যাফলেস ইনস্টিটিউশন |
পেশা | সাংবাদিক |
ধর্ম | ইসলাম (সুন্নি) |
ওয়েবসাইট | www.istana.gov.sg |
তুন ইউসুফ বিন ইসহাক (Jawi: يوسف بن اسحاق ;/ˈjʊsɒf
বাবার দিক দিয়ে তিনি মিনাংকাবাউ বংশোদ্ভূত সন্তান তিনি। তার মা ইন্দোনেশিয়ার ল্যাংকাটে জন্মগ্রহণ করেছিলেন।[১] তার ভাই আজিজ ইসহাক সাংবাদিক ও মুক্তিযোদ্ধা ছিলেন। ভিক্টোরিয়া ব্রিজ স্কুল (বর্তমানে - ভিক্টোরিয়া স্কুল) থেকে প্রাথমিক শিক্ষা সমাপণ করেন।[২] এরপর র্যাফলস ইনস্টিটিউশনে মাধ্যমিক শিক্ষা লাভ করেন। এখানে অধ্যয়নকালে সিঙ্গাপুর ন্যাশনাল ক্যাডেট কোরে যোগ দেন। ঐ কোরে সর্বপ্রথম ক্যাডেট অফিসার হিসেবে কমিশন্ড প্রাপ্ত হন।
মালয়েশিয়া ফেডারশনে থাকাকালে ১৯৫৯ থেকে ১৯৬৫ মেয়াদে ইয়াং ডি-পারতুয়ান নেগারা বা রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পান। ১৯৬৫ মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর স্বাধীনতা লাভ করে। এরফলে তিনি আমৃত্যু সিঙ্গাপুর প্রজাতন্ত্রের রাষ্টপতি পদে অধিষ্ঠিত হন।
তার সম্মানার্থে ইউসুফ ইসহাক মাধ্যমিক বিদ্যালয়ের নামকরণ হয়। ২০১৪ সালে মাদাম তুসো সিঙ্গাপুরের মোমের জাদুঘরে তার প্রতিকৃতি উন্মোচন করা হয়। আগস্ট, ২০১৫ সালে সাউথইস্ট এশিয়ান স্টাডিজ ইনস্টিটিউটের নাম পরিবর্তন করে আনুষ্ঠানিকভাবে আইএসইএএস-ইউসুফ ইসহাক ইনস্টিটিউট নামে পরিবর্তন করা হয়।
সাংবাদিক হিসেবেও তিনি সুনাম কুড়ান। সিঙ্গাপুরের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব লাভের পূর্বে মালয় ভাষার সংবাদপত্র উতাসান মেলাউ প্রতিষ্ঠা করেন। নূর আয়শা’র সাথে পরিণয়সূত্রে আবদ্ধ হন। ১৯৭০ সালে হৃদজনিত সমস্যায় তার দেহাবসান ঘটে। ক্রাঞ্জি রাষ্ট্রীয় সমাধিক্ষেত্রে তাকে সমাহিত করা হয়।
রাজনৈতিক দপ্তর | ||
---|---|---|
পূর্বসূরী স্যার উইলিয়াম অলমন্ড কডরিংন গুড |
ইয়াং ডাই-পারতুয়ান নেগারা অব সিঙ্গাপুর ১৯৫৯-১৯৬৫ |
উত্তরসূরী বিলুপ্ত |
পূর্বসূরী পদ সৃষ্ট |
সিঙ্গাপুরের রাষ্ট্রপতি ১৯৬৫-১৯৭০ |
উত্তরসূরী বেঞ্জামিন হেনরি শিয়ার্স |