উলামা মুহাম্মদ ইউসুফ কান্ধলভি | |
---|---|
জন্ম | ২০ মার্চ ১৯১৭ |
মৃত্যু | ১৯৬৫ |
যুগ | ২০ শতক |
সম্প্রদায় | সুন্নি |
মাজহাব | হানাফি |
আন্দোলন | দেওবন্দি |
মূল আগ্রহ | ইসলামের মূলনীতি ও চর্চা |
তাবলিগ জামাতের ২য় আমির | |
পূর্বসূরী | মুহাম্মদ ইলিয়াস কান্ধলভি |
উত্তরসূরী | ইনামুল হাসান কান্ধলভি |
দেওবন্দি আন্দোলন |
---|
সিরিজের অংশ |
মুহাম্মদ ইউসুফ কান্ধলভি (আরবি: مولانا محمد يوسف كاندهلوي) (হজরতজি বলেও পরিচিত) (জন্ম:১৯১৭–মৃত্যু:১৯৬৫) ছিলেন ভারতের একজন মুসলিম পণ্ডিত। পরবর্তীতে তিনি তাবলিগ জামাতের দ্বিতীয় আমির হন। একটি পণ্ডিত পরিবারে তার জন্ম হয়। দশ বছর বয়সে তিনি কুরআন হাফিজ হন এবং হাদিস ও ইসলামি অন্যান্য শাখায় পড়াশোনা চালিয়ে যান। লেখালেখি ছাড়াও তাবলিগে তিনি বেশ সময় ব্যয় করেন। তার দুইটি বিখ্যাত বই হল হায়াতুস সাহাবা ও চার খন্ডের মাআনিউল আহবার ফি শারহ। তিনি মুন্তাখাবে হাদিস বইয়েরও রচয়িতা। মুহাম্মদ ইউসুফ কান্ধলভি ৪৮ বছর বয়সে লাহোরে মৃত্যুবরণ করেন।[১]