ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
জন্ম | ২৪ মে ১৯৯৬ | ||
জন্ম স্থান | দোহা, কাতার | ||
উচ্চতা | ১.৮৬ মিটার (৬ ফুট ১ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | গোলরক্ষক | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | আল গারাফাহ | ||
জার্সি নম্বর | ২১ | ||
যুব পর্যায় | |||
২০০৯–২০১৫ | এস্পায়ার | ||
২০১২–২০১৪ | → ভিয়ারিয়াল (ধার) | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৫– | আল গারাফাহ | ৯০ | (০) |
২০১৫–২০১৬ | → ইউপেন (ধার) | ০ | (০) |
জাতীয় দল‡ | |||
কাতার অনূর্ধ্ব-২০ | |||
কাতার অনূর্ধ্ব-২৩ | |||
২০১৮– | কাতার | ৯ | (০) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১১:০৫, ২০ মার্চ ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১১:০৫, ২০ মার্চ ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
ইউসুফ হাসান (আরবি: يوسف حسن; জন্ম: ২৪ মে ১৯৯৬) হলেন একজন কাতারি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে কাতারের পেশাদার ফুটবল লীগের শীর্ষ স্তর কাতার স্টার্স লীগের ক্লাব আল গারাফাহ এবং কাতার জাতীয় দলের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন।
২০০৯–১০ মৌসুমে, কাতারি ফুটবল ক্লাব এস্পায়ারের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে ইউসুফ ফুটবল জগতে প্রবেশ করেছেন এবং পরবর্তীকালে ভিয়ারিয়ালের যুব দলের হয়ে খেলার মাধ্যমে তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ২০১৫–১৬ মৌসুমে, কাতারি ক্লাব আল গারাফাহের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন। মাঝে তিনি এক মৌসুমের জন্য বেলজীয় ক্লাব ইউপেনের হয়ে ধারে খেলেছেন।
ইউসুফ কাতার অনূর্ধ্ব-২০ দলের হয়ে কাতারের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। কাতারের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৮ সালে কাতারের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; কাতারের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৯ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
ইউসুফ হাসান ১৯৯৬ সালের ২৪শে মে তারিখে কাতারের দোহায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
ইউসুফ কাতার অনূর্ধ্ব-২০ এবং কাতার অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে কাতারের প্রতিনিধিত্ব করেছেন।
২০১৮ সালের ৭ই সেপ্টেম্বর তারিখে, ২২ বছর, ৩ মাস ও ১৪ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী ইউসুফ চীনের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে কাতারের হয়ে অভিষেক করেছেন।[১] তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন;[২][৩] ম্যাচে তিনি ২১ নম্বর জার্সি পরিধান করে গোলরক্ষক হিসেবে খেলেছিলেন। ম্যাচটি চীন ০–১ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৪] কাতারের হয়ে অভিষেকের বছরে ইউসুফ সর্বমোট ৬ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
কাতার | ২০১৮ | ৬ | ০ |
২০২১ | ৩ | ০ | |
সর্বমোট | ৯ | ০ |