ইগা (Eega) | |
---|---|
![]() তেলুগু ভাষায় থিয়েটার রিলিজ পোস্টার | |
পরিচালক | এস. এস. রাজামৌলি |
প্রযোজক |
|
রচয়িতা | এস. এস. রাজামৌলি |
সংলাপ |
|
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | এম. এম. কিরবাণি |
চিত্রগ্রাহক | কে কে সেন্থিল কুমার |
সম্পাদক | কোটাগিরি ভেঙ্কটেশ্বর রাও |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক |
|
মুক্তি |
|
স্থিতিকাল | ১৩৪ মিনিট[১] |
দেশ | ভারত |
ভাষা |
|
নির্মাণব্যয় | ₹30 – 40 কোটি ($6–7 million)[ক] |
আয় | প্রা. ₹125 – 130 কোটি ($23–24 million)[খ] |
ইগা ( অনুবাদ: মাছি ) হল ২০১২ সালের ভারতীয় তেলুগু - ভাষার ফ্যান্টাসি অ্যাকশন ফিল্ম, যা এসএস রাজামৌলির লেখা ও পরিচালিত। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন সুদীপা , নানি এবং সামান্থা। ফিল্মটি সাই কোরাপতির ভারাহি চালানা চিত্রমের প্রযোজিত, এর আনুমানিক বাজেট ছিল ₹ ৩০-৪০ কোটি ( US$ 6-7 মিলিয়ন)। জনার্ধন মহর্ষি এবং ক্রেজি মোহন যথাক্রমে তেলুগু এবং তামিল ভাষার সংলাপ লিখেছেন।[৮][৯]