ইগোর কোয়েলিয়ো | |
---|---|
![]() ২০২০ সালে কোয়েলিয়ো | |
ব্যক্তিগত তথ্য | |
পূর্ণ নাম | ইগোর কোয়েলিয়ো দে অলিভেইরা |
জন্ম | [১] রিউ দি জানেইরু, ব্রাজিল | ২৪ নভেম্বর ১৯৯৬
উচ্চতা | ১.৭৮ মিটার (৫ ফুট ১০ ইঞ্চি) |
ওজন | ৭০ কিলোগ্রাম (১৫০ পাউন্ড) |
হাত | ডান-হাতি |
ইগোর কোয়েলিয়ো দে অলিভেইরা (পর্তুগিজ: Ygor Coelho; জন্ম: ২৪ নভেম্বর ১৯৯৬; ইগোর কোয়েলিয়ো নামে সুপরিচিত) হলেন একজন ব্রাজিলীয় ব্যাডমিন্টন খেলোয়াড়, যিনি মূলত ব্রাজিলের প্রতিনিধি হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করে থাকেন।[২]
কোয়েলিয়ো ব্রাজিলের হয়ে ২০১৬, ২০২০ এবং ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন।
ইগোর কোয়েলিয়ো দে অলিভেইরা ১৯৯৬ সালের ২৪শে নভেম্বর তারিখে ব্রাজিলের রিউ দি জানেইরুতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
কোয়েলিয়ো ব্রাজিলের প্রতিনিধি হিসেবে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে শুধুমাত্র একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।[২]
তিনি ব্যাডমিন্টনে পুরুষদের একক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।[১] গ্রুপ পর্বে শুধুমাত্র একটি ম্যাচে জয়লাভ করে তিনি গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিলেন।[৩][৪]