ইজিডোর ইজাক রাবি | |
---|---|
জন্ম | জুলাই ২৯, ১৮৯৮ Rymanów, গ্যালিসিয়া, অস্ট্রিয়া-হাঙ্গেরি |
মৃত্যু | ১১ জানুয়ারি ১৯৮৮ | (বয়স ৮৯)
জাতীয়তা | যুক্তরাষ্ট্র |
মাতৃশিক্ষায়তন | কর্নেল ইউনিভার্সিটি এবং কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় |
পরিচিতির কারণ | নিউক্লীয় চৌম্বক রেজোন্যান্স |
পুরস্কার | পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯৪৪) |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | পদার্থবিজ্ঞান |
প্রতিষ্ঠানসমূহ | কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় এবং ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অফ টেকনোলজি |
ডক্টরাল উপদেষ্টা | আলবার্ট পটার উইল্স |
ডক্টরেট শিক্ষার্থী | জুলিয়ান শুইঙার নরম্যান ফস্টার র্যামজে মার্টিন লুইস পার্ল |
স্বাক্ষর | |
~~~~Junayed
ইজিডোর ইজাক (আইজাক) রাবি (/ˈrɑːbi/; জন্ম: ইসরাঈল ইসহাক রাবি, ২৯ জুলাই ১৮৯৮ – ১১ জানুয়ারি ১৯৮৮) [১][২] একজন নোবেল বিজয়ী অস্ট্রীয় বংশোদ্ভুত মার্কিন পদার্থবিজ্ঞানী। তিনি পরমাণুর নিউক্লিয়াসের চৌম্বক ধর্ম যন্ত্রে ধারণ (রেকর্ড) করার জন্য অনুরণন পদ্ধতি (রেজোন্যান্স) উদ্ভাবন করেন এবং এর কারণেই নোবেল পুরস্কার লাভ করেন। নোবেল বিজয়ী মানুষ।