ইট ওয়াজ রেইনিং দ্যাট নাইট | |
---|---|
পরিচালক | মহেশ মাঞ্জরেকর |
প্রযোজক | মহেশ মাঞ্জরেকর অরবিন্দ গোয়েল দিনেশ মিত্তাল এন.ডি. নাগপাল এলিজাবেথ শাহ প্রশান্ত শাহ সগুন ওয়াঘ |
রচয়িতা | মহেশ মাঞ্জরেকর |
শ্রেষ্ঠাংশে |
|
চিত্রগ্রাহক | বিজয় অরোরা |
সম্পাদক | সমুদ্র ইন্ডিয়া |
মুক্তি | ২০০৫ |
স্থিতিকাল | ১০৫ মিনিট |
দেশ | ![]() ![]() |
ভাষা | বাংলা ইংরেজি |
নির্মাণব্যয় | $৯৫০,০০০.০০ (আনুমানিক) |
ইট ওয়াজ রেইনিং দ্যাট নাইট (ইংরেজি: It Was Raining That Night), এটি হলিউড-বলিউড এর যৌথ উদ্যোগে নির্মিত একটি ইংরেজি ভাষা ও বাংলা ভাষার চলচ্চিত্র।[১] ছবিটির কাহিনীকার ও পরিচালক মহেশ মাঞ্জরেকর. এই ছবিতে অভিনয় করেছেন ভারত, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র'র শিল্পীরা। এদের মধ্যে রিয়াজ, রিয়া সেন, সুস্মিতা সেন, ভিক্টর বন্দ্যোপাধ্যায়, মহেশ মাঞ্জরেকর, মুনমুন সেন, অতিত শাহ, দবন ময়েলের ও স্টেফানিই সিয়েগেল।
২০০৫ সালে চলচ্চিত্রটির নির্মাণ শেষ হলেও ছবিটি মুক্তি পায় নি। এটি মাঞ্জরেকারের অস্তিত্ব চলচ্চিত্রের পুনঃনির্মাণ।[২]
ইট ওয়াজ রেইনিং দ্যাট নাইট চলচ্চিত্রের চিত্রায়ণ শুরু হয় ২০০৫ সালে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন লোকেশনে। এটি রিয়াজ অভিনীত একমাত্র ইংরেজি ভাষার চলচ্চিত্র এবং প্রথমবার তিনি বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের বিপরীতে অভিনয় করেন।[১]