ইটন কলেজ | |
---|---|
অবস্থান | |
, , SL4 6DW ইংল্যান্ড | |
স্থানাঙ্ক | ৫১°২৯′৩১″ উত্তর ০°৩৬′২৯″ পশ্চিম / ৫১.৪৯২° উত্তর ০.৬০৮° পশ্চিম |
তথ্য | |
ধরন | পাবলিক স্কুল ইন্ডিপেনডেন্ট স্কুল বোর্ডিং স্কুল |
নীতিবাক্য | লাতিন: Floreat Etona (ইটন সমৃদ্ধ হোক) |
ধর্মীয় অন্তর্ভুক্তি | চার্চ অফ ইংল্যান্ড |
প্রতিষ্ঠাকাল | ১৪৪০ |
প্রতিষ্ঠাতা | ষষ্ঠ হেনরি |
স্থানীয় কর্তৃপক্ষ | উইন্ডসর অ্যান্ড মেইডেনহেড |
শিক্ষা বিভাগ ইউআরএন | ১১০১৫৮ ছক |
প্রোভোস্ট | দ্য লর্ড ওয়াল্ডগ্রেভ অফ নর্থ হিল |
হেডমাস্টার | সিমসন হেন্ডারসন |
লিঙ্গ | বালক |
বয়সসীমা | ১৩–১৮ |
ভর্তি | ১,৩১১ (২০২০)[১] |
ধারণক্ষমতা | ১,৩৯০[১] |
ছাত্র-শিক্ষক অনুপাত | ৮:১ |
আয়তন | ১৬০০ একর (৬৪৭ হেক্টর) |
হাউস | ২৫ |
রং | ইটন নীল |
গান | কারমেন ইটনেন্স |
প্রকাশনা |
|
বিদ্যালয়ের বেতন | £৪৮,৫০১ বার্ষিক[২] $৬৮,২৪৪ বার্ষিক |
অন্তর্ভুক্তি | |
প্রাক্তন শিক্ষার্থী | ওল্ড ইটনিয়নস |
ওয়েবসাইট | www |
টেমপ্লেট:EW charity |
ইটন কলেজ (ইংরেজি: Eton College; /ˈiːtən/)[৩] ইংল্যান্ডের বার্কশায়ারের উইন্ডসরের কাছে অবস্থিত ইটন শহরের একটি পাবলিক স্কুল (ছেলেদের ইংরেজি ইন্ডিপেনডেন্ট স্কুল)। ১৪৪০ সালে রাজা ষষ্ঠ হেনরি এটি প্রতিষ্ঠা করেন। সেই সময় এটির নাম ছিল ‘কিং’স কলেজ অফ আওয়ার লেডি অফ ইটন বিসাইড উইন্ডসর’ (ইংরেজি: Kynge's College of Our Ladye of Eton besyde Windesore)।[৪][৫] এটি ছিল কিং’স কলেজ, কেমব্রিজের একটি ভগিনী প্রতিষ্ঠান। সেই নিরিখে এটি অষ্টাদশ-প্রাচীনতম হেডমাস্টারস’ অ্যান্ড হেডমিস্ট্রেসেস’ কনফারেন্স (এইচএমসি) স্কুল। ইটন বিশেষভাবে পরিচিত এটির ইতিহাস, সম্পদ ও বিশিষ্ট প্রাক্তনীদের জন্য।[৬]
ইটন হল সেই তিনটি মাত্র পাবলিক স্কুলের অন্যতম (অপর দু’টি হল ১৫৭২ সালে প্রতিষ্ঠিত হারো স্কুল ও ১৮৪৭ সালে প্রতিষ্ঠিত র্যাডলি কলেজ), যেখানে কেবলমাত্র ছেলেদের এবং শুধুমাত্র বোর্ডিং ব্যবস্থায় শিক্ষাদান করা হয়। অন্যান্য স্কুলগুলি (১৯৭৬ সালে রাগবি স্কুল, ১৯৭১ সালে চার্টারহাউস স্কুল, ১৯৭৩ সালে ওয়েস্টমিনস্টার স্কুল[৭] ও ২০১৫ সালে শ্রিউসবেরি স্কুল) সহশিক্ষা-প্রতিষ্ঠানে পরিণত হয়েছে অথবা রূপান্তরের পথে রয়েছে (২০২২ সালের মধ্যে উইনস্টার কলেজ)।[৮]) একাধিক প্রধানমন্ত্রী, বিশ্ব নেতৃত্ব, নোবেল বিজয়ী, অ্যাকাদেমি পুরস্কার- ও বাফটা-বিজয়ী এবং অভিজাতদের বেশ কয়েক প্রজন্ম এই স্কুলে পড়াশোনা করেন। সেই কারণে এই স্কুলটিকে ‘ইংরেজ রাষ্ট্রনীতিবিদদের ধাত্রী’ বলে অভিহিত করা হয়।[৯]
এটি ইংল্যান্ডের বৃহত্তম বোর্ডিং স্কুল।[১০] ইটনের বার্ষিক ফি ৪৮,৫০১ পাউন্ড[১১] (প্রতি টার্মে ১৪,১৬৭ পাউন্ড করে প্রতি শিক্ষাবর্ষে তিনটি টার্ম)।[১২] ২০১৩-১৪ সালের হিসেব অনুযায়ী, ইটন হল যুক্তরাজ্যের ষষ্ঠ সর্বাধিক ব্যয়বহুল এইচএমসি স্কুল।[১৩] যদিও স্কুল কোনও কোনও দরিদ্র বালককে অল্প ফিতেই ভর্তি করে।[১৪] ২০১১ সালের হিসেব অনুযায়ী, ২৫০ জন গুরুত্বপূর্ণ আর্থিক সাহায্য পায় স্কুল থেকে।[১৫] ২০১৪ সালে সংখ্যাটি বেড়ে হয় ২৬৩, প্রায় ৬০% স্কুল ফি-র সহায়তা পায় তারা, অন্যদিকে অপর ৬৩ জন ছাত্র বিনামূল্যে শিক্ষালাভের সুযোগ পায়। ইটন ঘোষণা করেছে যে ৩২০ জন ছাত্রকে আর্থিক সহায়তা দেবে এবং ৭০ জনকে বিনামূল্যে শিক্ষালাভের সুযোগ দেবে।[১৪]