ইটনা | |
---|---|
উপজেলা | |
![]() মানচিত্রে ইটনা উপজেলা | |
স্থানাঙ্ক: ২৪°৩১′৪৩″ উত্তর ৯১°৫′১″ পূর্ব / ২৪.৫২৮৬১° উত্তর ৯১.০৮৩৬১° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | কিশোরগঞ্জ জেলা |
আয়তন | |
• মোট | ৫০৩.৪০ বর্গকিমি (১৯৪.৩৬ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১[১]) | |
• মোট | ১,৪৮,০৪০ |
• জনঘনত্ব | ২৯০/বর্গকিমি (৭৬০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৬৫% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ২৩৯০ |
প্রশাসনিক বিভাগের কোড | ৩০ ৪৮ ৩৩ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট ![]() |
ইটনা বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার অন্তর্গত একটি বৃহৎ উপজেলা।
প্রশাসন ইটনা থানা গঠিত হয় ১৯১৭ সালে। এটি উপজেলায় রূপান্তরিত হয় ১৯৮৩ সালে।
ইটনা উপজেলাটির আয়তন ৫০৩ বর্গ কিলোমিটার। ইটনা উপজেলার উত্তরে নেত্রকোণা জেলার মদন উপজেলা ও খালিয়াজুড়ি উপজেলা, দক্ষিণে মিঠামইন উপজেলা ও করিমগঞ্জ উপজেলা, পূর্বে হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলা ও সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলা, পশ্চিমে তাড়াইল উপজেলা ও করিমগঞ্জ উপজেলা।
এই উপজেলার ইউনিয়ন সমূহ -[২]
জনসংখ্যাঃ ১৩২,৯৪৮; পুরুষ ৫২.১৪%, মহিলা ৪৭.৮৬%; মুসলিম ৮০%, হিন্দু ১৮%, বৌদ্ধ০.১২%, খ্রীষ্টান০.১২%; অন্যান্য ১.৭৬%।
শিক্ষার জন্য রয়েছে স্কুল, কলেজ। প্রায় ৬৫% মানুষ শিক্ষিত।[১]
কলেজ ১টি, উচ্চ বিদ্যালয় ৮টি, মাদ্রাসা ২১টি, সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪৪টি, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ২০টি।
গড় সাক্ষরতা ২১.৫%; পুরুষ ২২.১%, মহিলা ২০.৭%।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |