ডা-সোডিয়াম ইডিটিএ
| ||||||
নামসমূহ | ||||||
---|---|---|---|---|---|---|
পদ্ধতিগত ইউপ্যাক নাম
২,২',২",২,'''-(ইথেন-১,২-ডাইইল্ডিনিট্রিলো) টেট্রাএসেডিক এসিড | ||||||
অন্যান্য নাম
| ||||||
নির্দেশক |- | ধর্ম |-
|
তাপরসায়ন |- | ফার্মাকোলজি |-
ঝুঁকি |- | জিএইচএস পিক্টোগ্রাম | |- | জিএইচএস সিগনাল শব্দ | সাবধানতা |- |
সংশ্লিষ্ট যৌগ |-
|
সুনির্দিষ্টভাবে উল্লেখ করা ছাড়া, পদার্থসমূহের সকল তথ্য-উপাত্তসমূহ তাদের প্রমাণ অবস্থা (২৫ °সে (৭৭ °ফা), ১০০ kPa) অনুসারে দেওয়া হয়েছে। | |
যাচাই করুন (এটি কি ?) | ||||||
তথ্যছক তথ্যসূত্র | ||||||
ইডিটিএ বা ইথিলিনডাইএমিনোটেট্রাএসেডিক অ্যাসিড, হলো এক ধরনের রাসায়নিক পদার্থ, যা শিল্প এবং চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হয়।
ইডিটিএ বর্ণহীন, পানিতে দ্রবণীয় ও কঠিন এমিনোপলিকার্বক্সিলিক এসিড। এর অনুবন্ধী ক্ষার হলো ইথিলিনডাইএমিনোটেট্রাএসিটেট। লাইমসকেল দ্রবীভুত করতে ব্যাপক ভাবে এর ব্যবহার করা হয়। এর ব্যবহার বৃদ্ধির কারণ হলো এর একটি হেক্সাডেনটেট (ষষ্ঠ দন্তক) লিগ্যান্ড ও কিলেটিং এজেন্ট আছে। যেমনঃ ধাতব আয়ন যথা, Ca2+ ও Fe3+ কে অন্য আয়নের কাছ থেকে আলাদা করে রাখতে পারে।
জলে মোট খরচের পরিমাণ ইডিটিএ দিয়ে ট্রাইটেশন করে করা যায়।