ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
জন্ম | ১৬ জুলাই ১৯৯৮ | ||
জন্ম স্থান | সাগা, জাপান | ||
উচ্চতা | ১.৭৩ মিটার (৫ ফুট ৮ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | কাশিমা অ্যান্টলার্স | ||
জার্সি নম্বর | ১৬ | ||
যুব পর্যায় | |||
হিগাশি ফুকুওকা গাকুয়েন | |||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৭– | কাশিমা অ্যান্টলার্স | ৮ | (১) |
২০২০ | → মাচিদা জেলভিয়া (ধার) | ৩৮ | (৩) |
২০২১ | → ইউনাইটেড চিবা (ধার) | ০ | (০) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৩:০৭, ২৮ এপ্রিল ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। |
ইতসুকি ওদা (জাপানি: 小田 逸稀, ইংরেজি: Itsuki Oda; জন্ম: ১৬ জুলাই ১৯৯৮) হলেন একজন জাপানি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে জাপানের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর জে১ লিগের ক্লাব কাশিমা অ্যান্টলার্সের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[১][২] তিনি মূলত বাম পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় এবং বাম পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।
ইতসুকি ওদা ১৯৯৮ সালের ১৬ই জুলাই তারিখে জাপানের সাগায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।