ইতালীয় রণাঙ্গন | |||||||
---|---|---|---|---|---|---|---|
প্রথম বিশ্বযুদ্ধের অংশ | |||||||
![]() From left to right: Ortles, autumn 1917; Verena , June 1915; Mount Paterno, 1915; Carso, 1917; Toblach, 1915. | |||||||
| |||||||
বিবাদমান পক্ষ | |||||||
![]() ![]() টেমপ্লেট:দেশের উপাত্ত ফরাসি তৃতীয় প্রজাতন্ত্র ![]() |
![]() ![]() | ||||||
সেনাধিপতি ও নেতৃত্ব প্রদানকারী | |||||||
![]() ![]() ![]() ![]() ![]() ![]() |
![]() ![]() ![]() ![]() | ||||||
শক্তি | |||||||
![]() ১৯১৭ – ৩টি বিভাগ ![]() ১৯১৮ – ২টি বিভাগ ![]() ১৯১৮ – ৫টি রেজিমেন্টs ![]() ১৯১৮ – ৩টি রেজিমেন্ট ![]() ১৯১৮ – ১টি রেজিমেন্ট |
![]() ১৯১৭ – ৫টি বিভাগ | ||||||
হতাহত ও ক্ষয়ক্ষতি | |||||||
মোট: ~২,১৬০,০০০ হতাহত |
মোট: ২,৩৩০,০০০+ হতাহত | ||||||
৫৮৯,০০০ ইতালীয় বেসামরিক জনগণ যুদ্ধ-সম্পর্কিত কারণে মারা যায় |
ইতালীয় রণাঙ্গন বা আলপাইন রণাঙ্গন ছিল অস্ট্রিয়া-হাঙ্গেরি ও ইতালির সীমান্তে অবস্থিত যুদ্ধক্ষেত্র, যেখানে প্রথম বিশ্বযুদ্ধকালীন ১৯১৫ থেকে ১৯১৮ সালে কয়েকটি যুদ্ধ সংগঠিত হয়। মিত্রশক্তির লন্ডন চুক্তিতে গোপন প্রতিজ্ঞার পর ইতালি অস্ট্রীয় লিটোরাল ও উত্তর ডালমাটিয়া এবং বর্তমান সম্যের ট্রেন্টিনো ও দক্ষিণ টাইরল দখল করার জন্য যুদ্ধে যোগদান করে। ইতালি আশা করেছিল তারা এই অঞ্চলগুলো আকস্মিক যুদ্ধে দখল করতে পারবে, কিন্তু এই রণাঙ্গন অচিরেই ফ্রান্সের পশ্চিম রণাঙ্গনের মত প্রবল যুদ্ধে লিপ্ত হয়। এই রণাঙ্গনে যুদ্ধের ফলে অনেক বেসামরিক লোকজনকে এই স্থান থেকে সরাতে হয়, এতে কয়েক হাজার লোক ইতালীয় ও অস্ট্রীয় রিফিউজি ক্যাম্পে অপুষ্টি ও অসুস্থ্যতায় মারা যায়।[৮]