ইতিবুত্তক

ইতিবুত্তক হলো বৌদ্ধ ধর্মগ্রন্থ, থেরবাদ বৌদ্ধধর্মের পালি ত্রিপিটকের অংশ, খুজ্জুত্তরার বুদ্ধের বক্তৃতার স্মরণের জন্য আরোপিত।[][] এটি সুত্তপিটকের খুদ্দকনিকায়ের অন্তর্ভুক্ত। এতে ১১২টি বুদ্ধের সংক্ষিপ্ত শিক্ষা রয়েছে, এবং প্রতিটিতে গদ্যাংশ ও পদ্যাংশ রয়েছে। পরেরটি পূর্বের ভাষান্তর বা পরিপূরক হতে পারে। কিছু পণ্ডিত[] এটিকে সমস্ত বৌদ্ধ ধর্মগ্রন্থের মধ্যে প্রথম দিকের বলে মনে করেন, অন্যরা এটিকে কিছুটা পরে বিবেচনা করেন। সামনেরা মাহিন্দার সর্বশেষ অনুবাদ ২০১৮ সালে প্রকাশিত হয়েছে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Ireland, John (trans. & intro.) (1999). Itivuttaka: The Buddha's Sayings (excerpts). Article's "Introduction" is available on-line at http://www.accesstoinsight.org/tipitaka/kn/iti/iti.intro.irel.html#intro
  2. Thanissaro Bhikkhu (trans. & intro.) (2001). Itivuttaka: This Was Said by the Buddha. "Translator's Introduction" is available on-line at http://www.accesstoinsight.org/tipitaka/kn/iti/iti.intro.than.html#intro.
  3. Nakamura, Indian Buddhism, Japan, 1990; reprinted Motilal Banarsidass, Delhi

বহিঃসংযোগ

[সম্পাদনা]